সুচরিতা-রুবেলকে বাদ দেয়া প্রসঙ্গে ক্ষমা চাইতে বললেন ডিপজল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৪৪, রবিবার, ৭ মে, ২০২৩, ২৪ বৈশাখ ১৪৩০

‘ওখানে বসছেন আপনি কে? অনেক কিছু ভাবেন নিজেকে? ইজিকেল টু জিরো’— নিপুণকে উদ্দেশ্য করে কথাগুলো এভাবেই বলেন ঢাকার ‘মুভিলর্ড’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদ থেকে অভিনেত্রী সুচরিতা ও নায়ক রুবেলের সদস্য পদ বাতিল করা নিয়ে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন ডিপজল।

কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে ডিপজল বলেন, ‘শিল্পী সমিতি নিয়ে বলার কিছু নেই। আসলে একজন আরেকজনের সঙ্গে রাগারাগি, হুড়াহুড়ি বন্ধ করা উচিত। আসলে আমরা সব শিল্পী এক। সব শিল্পী এক ছাদের নিচে থাকা ভালো। সুচরিতা একজন গুণী শিল্পী, অত্যন্ত ভদ্র ও ভালো শিল্পী। উনাকে কখনো দেখিনি কারো সঙ্গে ঝগড়াঝাটি করতে। তারপর রুবেল। উনাদের বাদ দেয় কীভাবে। কেন কি হয়েছে? ডাকাতি করেছে?’

‘আমরা তো কাজের লোক। একটা না একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি। রুবেল সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কুংফু কারাতে শেখাচ্ছে। কাদের জন্য শেখাচ্ছে? আমাদের ছেলে, মেয়ে, ভাই-বোনদের বাঁচানোর জন্য শেখাচ্ছে। ও তো টাকার জন্য দৌড়াচ্ছে না। আর সেই রুবেলকে বাদ দিয়ে দিলেন!’ বলেন ডিপজল।

সুচরিতা ও রুবেলের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ডিপজল। তিনি বলেন, ‘আমি মনে করি, ক্ষমা চেয়ে চিঠি দেয়া উচিত। আমি ভুল করেছি, আপনারা আসেন। আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা ঠিক হয়নি। আপনারা আমাদের সিনিয়র, আমাদের মুরুব্বি, শ্রদ্ধা করি। এটা বলা উচিৎ। এটা বলে চিঠি দেয়া ভালো। বাদ দিয়ে দেবে এতই সোজা!’

জায়েদ খানের প্রসঙ্গে ডিপজল বলেন, ‘জায়েদের সঙ্গে তুমি ফাইট দিতে পারো। তুমি অন্যদিকে চোখ দিতে পারো না। তাতে ফিল্মের লোক মাইনা নেবে না। সামনেই দেখা যাবে৷ এই নির্বাচন তো একদিনের না। বলতে বলতে চলে গেল। আর পাঁচ-ছয় মাস আছে। দেখা যাবে কে কোথায় থাকে।’

বিষয়ঃ তারকা

Share This Article