টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও অহনা রহমান। সম্প্রতি নেটদুনিয়ায় কথা রটেছে, এই দুই তারকা বিয়ে করেছেন। আর কথা ওঠার পেছনে কারণ; গতকাল রাতে শামীম ও অহনা তাদের ফেসবুকে প্রকাশ করেন কাবিন নামার ছবি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ২০১৩ সালে মার্চর ২৫ তারিখ বিয়ে করেছেন তারা।