‘চলতি পথে’ নাটকের শুটিং

নাটক বা চলচ্চিত্রের শুটিং সাধারণত কোনো নির্দিষ্ট স্থানে বা শুটিং বাড়িতে হয়ে থাকে। তবে এবার পথে যেতে যেতে হলো নাটকের শুটিং। ঢাকা-ময়মনসিংহ সড়কে এ শুটিং হয়েছে।
‘চলতি পথে’ নামের নাটকটি নির্মাণ করেছেন করেছেন সঞ্জয় সমাদ্দার। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এর চিত্রনাট্য লিখেছেন সৌরভ চন্দ দে। আসন্ন ঈদুল আজহায় এ নাটকটি নির্মিত হয়েছে চ্যানেল আইয়ের প্রচার হবে। ।
সঞ্জয় সমাদ্দার বলেন, মহাখালী থেকে একটি বাস ভাড়া করে তারপর শুরু হয় শুটিং। যা চলেছে একেবারে ময়মনসিংহ পর্যন্ত। সেখানকার বাসস্ট্যান্ডে কিছু কাজ করে আবার একইভাবে ঢাকায় ফিরেছে পুরো শুটিং ইউনিট।
তিনি আরও বলেন, পুরো ইউনিট নিয়ে বাসে রাস্তায় রাস্তায় শুটিং করা কষ্ট সাধ্য। আবার কষ্ট করলে ভালো কিছু হয়। সে কারণেই চ্যালেঞ্জটি নেওয়া।‘চলতি পথে’ তার নিজস্ব ঘরানার বাইরের কাজ হলো।
তৌসিফকে নিয়ে কয়েক বছর আগে শর্টফিল্ম করেছিলেন সঞ্জয় সমাদ্দার। নাটকে প্রথমবার নিলেন তৌসিফকে। অন্যদিকে, তিশাকে নিয়ে একাধিক নাটক বানিয়েছেন সঞ্জয়।