বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে বগুড়ায় মানববন্ধন

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২০, বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ২০ চৈত্র ১৪৩১
  • মৌলবাদি গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু রাখতে হবে।
  • ছাত্রসমাজ কোনওভাবেই মেধাবীদের শিক্ষাঙ্গন বুয়েটে স্বাধীনতা বিপক্ষের শক্তিকে মাথাচারা দিতে দিবে না।

মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে বগুড়ায় মানববন্ধন করা হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এ মানববন্ধন করা হয়। কলেজ চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা যুবায়ের সরকার, সিহাব উদ্দিন, তারেক হোসেন, মিরাজ, সুজন, আকাশ ও আশিক প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, মৌলবাদি গোষ্ঠীর কালো ছায়া থেকে মুক্ত করে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু রাখতে হবে। এদেশের ছাত্রসমাজ কোনওভাবেই মেধাবীদের শিক্ষাঙ্গন বুয়েটে স্বাধীনতা বিপক্ষের শক্তিকে মাথাচারা দিতে দিবে না। যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের বিষদাঁত ভেঙ্গে না ফেলা পর্যন্ত ছাত্রসমাজ মাঠে থাকবে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article