রামুতে সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথসহ তরুণ আটক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৩৫, বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১৩ চৈত্র ১৪৩০

কক্সবাজারের রামুতে সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদক ক্রিস্টাল মেথ আইস জব্দ করেছে বিজিবি।  মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার গোয়ালীয়া এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি করে ওই মাদক জব্দ করা হয়।

এ সময় হেলাল উদ্দিন (২০) নামের এক তরুণকে আটক করা হয়।সে উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মরিচ্যা যৌথ তল্লাশি চেকপোস্ট দিয়ে অতিক্রমকারী একটি সিএনজিচালিত অটোরিকশাকে গোয়ালীয়া এলাকায় থামিয়ে এক যাত্রীকে তল্লাশি করে। এ সময় তাঁর কাছ থেকে ৭ কোটি ৫২ লাখ টাকা মূল্যের দেড় কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে মামলা করে তাকে উখিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article