রবীন্দ্রসংগীতে পিএইচডি করলেন সাহানা বাজপেয়ি

  বিনোদন ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৩, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৪ পৌষ ১৪৩০

রবীন্দ্রসংগীত বিষয়ে বিলেতের একাডেমিয়ার ইতিহাসে প্রথম ডক্টরাল থিসিস (সুপারভাইজারের তথ্যানুসারে) লিখেছি এই আশায় যাতে আরও অনেক গবেষক অনুপ্রাণিত হন, রবীন্দ্রনাথের গান নিয়ে বিদেশে কাজ করেন যাতে ভাষা-সংস্কৃতি নির্বিশেষে সকলে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীত আরও বেশি করে জানতে-বুঝতে চায়।

দুই বাংলার জনপ্রিয় গায়িকা সাহানা বাজপেয়ি। গবেষকদের কাতারে নাম লেখালেন নিজের। যুক্তরাজ্যের একাডেমিয়া ইতিহাসে এই গায়িকাই প্রথম গবেষক, যিনি রবীন্দ্রসংগীত নিয়ে ডক্টরাল থিসিস লিখেছেন।      

মঙ্গলবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে বিষয়টি শেয়ার করেছেন সাহানা নিজেই। তিনি বললেন, ‘রবীন্দ্রসংগীত বিষয়ে বিলেতের একাডেমিয়ার ইতিহাসে প্রথম ডক্টরাল থিসিস (সুপারভাইজারের তথ্যানুসারে) লিখেছি এই আশায় যাতে আরও অনেক গবেষক অনুপ্রাণিত হন, রবীন্দ্রনাথের গান নিয়ে বিদেশে কাজ করেন যাতে ভাষা-সংস্কৃতি নির্বিশেষে সকলে রবীন্দ্রনাথ ও রবীন্দ্রসংগীত আরও বেশি করে জানতে-বুঝতে চায়। এই কাজে পাশে যাঁরা ছিলেন/ যারা ছিল তাদের/ তাদের অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’

এই পোস্টে থিসিসের টাইটেল পেজের একটি স্থিরচিত্রও জুড়ে দিয়েছেন সাহানা। যেখানে জানা যায় তার থিসিসের শিরোনাম ‌‘রবীন্দ্রসংগীত: দ্য পলিটিক্স অব পারফরম্যান্স’।    

থিসিস পেপারের উৎসর্গপত্রে সাহানা লিখেছেন, ‘প্রিয় বাবা-মায়ের স্মৃতির প্রতি, যাঁরা আমাকে রবীন্দ্রসংগীতের অন্তর্জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এমনকি তাঁদের অনুপস্থিতেও, তাদের অকৃত্রিম ভালোবাসা ও অবিচল সমর্থনকে অনুভব করে চলেছি আমি।’

যুক্তরাজ্যের কিংস কলেজ অব লন্ডন থেকে পিএইচডি করছেন সাহানা বাজপেয়ি। এরই অংশ হিসেবে রবীন্দ্রসংগীত নিয়ে ডক্টরাল থিসিস জমা দিলেন তিনি।

রবীন্দ্রনাথের চারণভূমি শান্তিনিকেতনে কেটেছে সাহানা বাজপেয়ির ছোটবেলা। সেখানেই বাবা বিমল বাজপেয়ির কাছে সংগীতে হাতেখড়ি তার। মাত্র তিন বছর বয়সেই প্রথম গান শেখেন। এমনকি পাঠ নিয়েছেন ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও রবীন্দ্রসংগীতের ওপরেও। পরবর্তীতে রবীন্দ্রনাথের অজস্র গান জনপ্রিয়তা পেয়েছে এই গায়িকার কণ্ঠে।

বিষয়ঃ তারকা

Share This Article

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করাই বাংলাদেশের লক্ষ্য’

‘অফিস টাইমে যে হাসপাতালের বাইরে যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা’

সংসদের দ্বিতীয় অধিবেশন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

অর্থ সাশ্রয় করে কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখার নির্দেশনা

বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর

ইইউর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃণমূলে বিএনপির দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতা প্রকাশ

১০ বছর পর সমাবর্তন করতে যাচ্ছে গণবিশ্ববিদ্যালয়

হজ ভিসা আবেদনের সময় বাড়ল ৭ মে পর্যন্ত

তীব্র দাবদাহ, লবণাক্ততা বৃদ্ধি সেচের পানিসংকট

ফরিদপুর মধুখালীতে দুই ভাই হত্যার প্রতিবাদ: বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির আলামত!

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

৩৫ ইনস্টিটিউট বিক্রি করেছে সাড়ে ৫ হাজার জাল সনদ!

তাপদাহে অস্বস্তিকর প্রহর কাটাচ্ছেন মানুষ