১০ বছর পর বাংলাদেশে বিশ্বকাপ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৮, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

১০ বছর পর কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০২৪ সালে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বার্মিংহামে মঙ্গলবার আইসিসির বার্ষিক সাধারণ সভার শেষ দিনে এই সিদ্ধান্ত নেয়া হয়। 

 

২০২৪ থেকে ২০২৭ সালের চক্রে মেয়েদের বৈশ্বিক টুর্নামেন্টগুলোর স্বাগতিক দেশের নাম সেখানে চূড়ান্ত করেছে আইসিসি। মেয়েদের চার বড় টুর্নামেন্টের তিনটিতেই স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে উপমহাদেশের দেশকে। বাংলাদেশে সবশেষ কোনো বিশ্বকাপ আসর হয়েছিল ২০১৪ সালে। সে সময় ছেলে ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল একসঙ্গেই। ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে ২৩টি ম্যাচ হবে। বাংলাদেশের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে, ২০২৬ সালে।

সেখানে বাড়বে দল ও ম্যাচের সংখ্যা। ১২ দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ৩৩টি। ২০২৫ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ৮ দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ৩১টি। শ্রীলঙ্কা খেলার যোগ্যতা অর্জন করতে পারলে ২০২৭ সালে ৬ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সেখানে। নইলে টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্ট অন্য দেশে সরিয়ে নেবে আইসিসি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের দুই আসর- ২০২৩ ও ২০২৫ সালের ফাইনালের ভেন্যু হিসেবে লর্ডসকে বেছে নিয়েছে আইসিসি। প্রথম আসরের ভেন্যুও ছিল ইংল্যান্ডের এই ক্রিকেট তীর্থ। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সেখান থেকে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল সাউদাম্পটনে।

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?