২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৩

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:১১, রবিবার, ২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি, তবে শনাক্ত হয়েছেন ৭৩ জন। কোভিড-১৯ শুরুর পর দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ৯৭১ জন।

রবিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০টি নমুনায় শনাক্তের হার ৫ দশমিক ৫ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮ জন এবং এখনও পর্যন্ত করোনা আক্রান্ত সুস্থের সংখ্যা মোট  ২০ লাখ ৬ হাজার ২১২ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৩৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩২৭টি। এখনও পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিষয়ঃ কোভিড-১৯

Share This Article