কোরআন থেকে শিক্ষা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:১৮, শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১৮ চৈত্র ১৪৩০

আয়াতের অর্থ : ‘বোলো, যদি আল্লাহর কাছে আখিরাতের বাসস্থান অন্য লোক ছাড়া বিশেষভাবে শুধু তোমাদের জন্যই হয়, তবে তোমরা মৃত্যু কামনা কোরো, যদি সত্যবাদী হও। ... যে ব্যক্তি আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসুলগণের এবং জিবরাইল-মিকাইলের শত্রু, সে জেনে রাখুক, আল্লাহ নিশ্চয়ই অবিশ্বাসীদের শত্রু।’ (সুরা বাকারা, আয়াত : ৯৪-৯৮)

আয়াতগুলোতে মহান আল্লাহ তাঁর মনোনীত ও প্রিয় বান্দাদের সঙ্গে শত্রুতা পোষণ ও তাঁর পরিণতির ব্যাপারে সতর্ক করেছেন।

শিক্ষা ও বিধান

১. সাধারণভাবে মৃত্যু কামনা করা নিষিদ্ধ। তবে আল্লাহর ভালোবাসায় উদগ্রীব হয়ে তাঁর সাক্ষাতের আশায় মৃত্যু কামনা করা জায়েজ।

২. আল্লাহর মনোনীত নবী-রাসুল ও প্রিয় বান্দাদের সঙ্গে শত্রুতা করা আল্লাহর সঙ্গে শত্রুতা করারই নামান্তর। এতে আল্লাহ তাদের শত্রু হয়ে যান। (বুরহানুল কোরআন : ১/৮৩ ও ৮৫)

৩. আল্লাহর প্রিয় বান্দাদের কাছে পরকালের জীবনই বেশি প্রিয় হয়। কেননা পার্থিব জীবন তাদের কাছে জেলখানার মতো। (কুরতুবি : ১/২৫৭)

৪. দীর্ঘায়ু পাপী মানুষের কোনো উপকারে আসে না; বরং দিনে দিনে তাদের পাপের বোঝা ভারী হয়। (তাফসিরে মুয়াসসার : ১/১৫)

৫. ইহুদিরা জিবরাইল (আ.)-কে অপছন্দ করত। কেননা তিনি এমন কোরআন নিয়ে এসেছেন, যা তাদের মিথ্যাচার প্রকাশ করে দিয়েছে। (ইরশাদুল আকলিস সালিম : ১/১৩৪)

Share This Article