কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:৩৪, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২৪ মাঘ ১৪২৯

বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি মাথিলডে কক্সবাজার পৌঁছেছেন। সেখান থেকে সড়কপথে রোহিঙ্গা ক্যাম্পের পথে রওনা দেন তার গাড়িবহর।

মঙ্গলবার সকাল ১০টায় বেসরকারি উড়োজাহাজ নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

কুতুপালং ক্যাম্প-৫ ও এক্সটেনশন-৪ নানা কার্যক্রম পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে রানি মাথিলডে।  সোয়া ৪টার দিকে তিনি আবার কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

বেলজিয়ামের রানির আগমন কেন্দ্র করে পর্যটননগরী কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে সোমবার বিকালে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকার ফকির অ্যাপারেলস নামে একটি কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় কারখানার কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক খোঁজখবর নেন। সেইসঙ্গে কারখানার অবকাঠামো থেকে শুরু করে উৎপাদন ব্যবস্থা ঘুরে দেখেন রানি। পরে রানিকে টি-শার্ট উপহার দেন ফকির অ্যাপারেলসের নারী কর্মীরা।

Share This Article


মিয়ানমারের ২৮৮ সেনা ও বিজিপি সদস্যদের হস্তান্তর

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের ১২তম মুখপাত্র হলেন কমান্ডার আরাফাত ইসলাম

প্রচণ্ড গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সতর্ক থাকার পরামর্শ

প্রধানমন্ত্রী থাইল্যান্ড যাচ্ছেন আজ

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

বাংলাদেশ জলবায়ু উন্নয়ন অংশীদারিত্ব গঠন করা হয়েছে : প্রধানমন্ত্রী