আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে সরকারিকরণ হয়েছে ৭৯৭ শিক্ষাপ্রতিষ্ঠান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০০, শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৬ মাঘ ১৪২৯

২০০৯ থেকে ২০২২ পর্যন্ত ৩৪৫টি স্কুল,
৩৫৯টি কলেজ, ৫৩টি স্কুল ও কলেজ এবং ৮০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়েছে।

এর মধ্যে ২০০৯ থেকে ২০২২ পর্যন্ত ৩৪৫টি স্কুল,
৩৫৯টি কলেজ, ৫৩টি স্কুল ও কলেজ এবং ৮০টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করা হয়।

এছাড়া দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৩টি। আওয়ামী লীগের তিন মেয়াদে সরকার ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৪টি মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ৫৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। এছাড়া ৯টি জেলা তথা সাতক্ষীরা, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া ও নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়ঃ উন্নয়ন

Share This Article