রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি ও বিদ্যুৎ, লোডশেডিং: বিএনপি এবং আওয়ামী লীগ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৪, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

বিদ্যুৎ উৎপাদনের জন্য মূলত ৩টি জিনিস লাগে।

(১) পাওয়ার প্ল্যান্ট

(২) সঞ্চালন লাইন

(৩) জ্বালানি

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার তিনটি খাতেই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিল। কোনও বিদ্যুৎ উৎপাদন হয়নি। বিএনপি আমলে ৫ বছরে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল সেই তুলনায় তারা প্রায় শূন্য শতাংশ বিদ্যুৎ উৎপাদন করেছিল। বিএনপি বিদ্যুৎ উৎপাদন করতে ব্যর্থ হয়েছিল বলেই বাংলাদেশে দিনের অধিকাংশ সময়ে লোডশেডিং হতো।

অন্যদিকে, আওয়ামী লীগের আমলে গত ১৪ বছরে ৫ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা হয়েছে। আওয়ামী লীগ সরকার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছে, সঞ্চালন লাইন স্থাপন করেছে এবং জ্বালানি বহুমুখীকরণের উদ্যোগও নিয়েছে।

আওয়ামী লীগ এখানে সফল। আওয়ামী লীগ আমলে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে।

 

বিএনপি, দেশের ৪৭ শতাংশ মানুষকে ২৪ ঘণ্টার মধ্যে ১৩/১৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারে নাই। আওয়ামী লীগ সরকার ১০০ শতাংশ মানুষকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পেরেছে। পার্থক্যটা এখানে বিস্তর!

২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামায়াত আমলে বিশ্বে জ্বালানির কোনও সংকট ছিল না, সংকট ছিল বাংলাদেশের অভ্যন্তরে যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের এবং বাস্তবধর্মী জ্বালানি নীতির। আর ছিল বিদ্যুৎ খাতে চরম দুর্নীতি। যে কারণে বিএনপি আমলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির হার ছিল প্রায় শূন্য শতাংশ।

আওয়ামী লীগ কিছুদিন আগ পর্যন্তও দেশের শতভাগ মানুষকে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ সুবিধা দিয়েছে। কিন্তু এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি সংকট বাংলাদেশের ঘাড়েও এসে পড়েছে। এটা তো আর আওয়ামী লীগ সরকারের দোষ নয়। অথচ কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই সমস্যাকে বিএনপি আমলের সমস্যার সঙ্গে তুলনা করছে, কী আজব!

আওয়ামী লীগের দুর্ভাগ্য হলো, সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। এটি একটি বৈশ্বিক সমস্যা। এই বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিছুটা বিপদে পড়েছে। দুঃখজনক হলো যে, কোনও দুর্যোগ-দুর্বিপাকে শেখ হাসিনা সরকার কোনও সমস্যায় পড়লেই বিএনপি-জামায়াতের সমর্থকরা তাদের সস্তা রাজনীতি শুরু করে দেয়। এরা রাজনৈতিকভাবে এতটাই দেউলিয়া যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য দুর্যোগ-দুর্বিপাকের ওপর নির্ভর করে মানুষের সাময়িক কষ্টকে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে।

আজকের এই বিশ্ব বাস্তবতায় আমরা আরও অনুধাবন করতে পারছি, জ্বালানি বহুমুখীকরণ এবং একই সঙ্গে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কেন দরকার, কতটা দরকার। অথচ বিভিন্ন ঠুনকো অভিযোগ তুলে এর বিরোধিতা করার লোকেরও অভাব নেই।

মিথ্যাই যাদের বেসাতি এবং কুতর্কই যাদের অস্ত্র তাদের আমি হেদায়েত কামনা করি।

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশও কিছুটা সংকটে পড়েছে, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকেই সাশ্রয়ী হতে বলেছেন। যে কোনও দায়িত্ব-জ্ঞান সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক এই পরামর্শকে ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।

লেখক: মোহাম্মদ এ. আরাফাত। চেয়ারম্যান, সুচিন্তা ফাউন্ডেশন

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?