বিএনপির রাজশাহীর সমাবেশ ফ্লপ : মাঠ ছিল অর্ধেকই ফাঁকা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪৩, রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১৯ অগ্রহায়ণ ১৪২৯

ঢাকা মহাসমাবেশের আগে গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল বিএনপির শেষ পর্যায়ের 'রাজশাহী বিভাগীয় সমাবেশ'। তবে কাঙ্ক্ষিত জনসমাগম না ঘটায় এবারও দলটির সমাবেশ ফ্লপ হয়েছে। সমাবেশস্থল রাজশাহী জেলা মাদ্রাসা মাঠটিতে অর্ধেকের বেশি জায়গাই ফাঁকা ছিল।

 

সরেজমিনে দেখা গেছে, রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশটি শুরু হয় দুপুর ২টায়। বিকেল পাঁচটায় শেষ হওয়ার কথা থাকলেও লোক সমাগম না ঘটায় নির্ধারিত সময়ের আগেই তা শেষ হয়ে যায়।

শুরুর দিকে মঞ্চে দলের কেন্দ্রীয় কোনও নেতা উপস্থিত না থাকলেও দুপুর তিনটার পর প্রধান অতিথি হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হন। সমাবেশস্থলে ফখরুল উপস্থিত হলেও নেতাকর্মীদের মধ্যে তেমন উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়নি।

সমাবেশস্থলের মাঠটি অর্ধেকই ছিল ফাঁকা। এমনকি মহাসচিবের বক্তব্য চলাকালেও তাঁর কথা না শুনে এদিক-সেদিক ঘোফেরা করতে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের। কেউ মাঠে বসে বাদাম খাচ্ছেন। আবার কেউ দাঁড়িয়ে গ্রুপ আড্ডায় মেতেছেন। এক পর্যায়ে সবাইকে একসাথে জড়ো হতেও অনুরোধ করেন ফখরুল।কিন্তু ফখরুলের অনুরোধে কেউ সাড়া না দেয়ায় ক্ষুব্ধ হয়ে মঞ্চ ত্যাগ করেন তিনি। পরে বিকেল পাঁচটার আগেই সমাবেশ শেষ হয়ে যায়।

উল্লেখ্য, দ্রব্যমূল্য, জ্বালানির দাম বৃদ্ধি, খালেদা জিয়ার মুক্তি, এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় বিভাগীয় সমাবেশ সম্পন্ন করেছে দলটি।

এরই অংশ হিসেবে ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করছে দলটি। সবশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

বিষয়ঃ বিএনপি

Share This Article

শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

হালা রাহারিত

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: কাদের

দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

ট্রাম্পের বিচার নিয়ে মার্কিন সুপ্রিমকোর্টে বিভক্তি

বছরে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা পিএসসির

আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান