কঙ্গোতে বঙ্গবন্ধু স্কুল: উড়ছে বাংলাদেশের পতাকা!
নিউজ ডেস্ক
প্রকাশিতঃ রাত ০৯:০১, বুধবার, ২২ জুন, ২০২২, ৮ আষাঢ় ১৪২৯

বাংলাদেশ থেকে প্রায় দশ হাজার মাইল দূরে আফ্রিকার দরিদ্র দেশ কঙ্গোর অবস্থান। দেশটির ইতুরি প্রদেশের প্রত্যন্ত গ্রাম অ্যাম্বায়োতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ।
কঙ্গোতে বঙ্গবন্ধু অ্যাম্বায়ো স্কুলের ভবন নির্মাণ থেকে শুরু করে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণসহ সবকিছুই করেন বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা।
অর্থাভাবে কঙ্গোলিজ শিশুরা লেখাপড়া করতে না পেরে জড়ায় বিভিন্ন অপরাধে। এসব শিশুদের শিক্ষায় আলোকিত করা ছাড়াও বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানাতেই এ উদ্যোগ সেনাবাহিনীর।
মাটির স্কুলটি এখন ইটের ভবন হওয়ার পাশাপাশি প্রধান কক্ষের দেয়ালে ঝুলছে জাতির পিতার ছবি। প্রতিদিন উড়ানো হয় কঙ্গো ও বাংলাদেশের জাতীয় পতাকা। স্লোগান দেয়া হয় বঙ্গবন্ধুর নামে।