বিশ্বকাপে সাকিব-রিয়াদের কাছে যা চাইছেন হাথুরুসিংহে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘শান্ত আমাদের নেতা। খুবই ভালো একজন নেতা। তার নেতৃত্বগুণেই আমরা খেলব। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আনন্দফূর্তি করলেও, যখন মাঠে নামে খুবই লড়াকু মানসিকতা দেখায়। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্বের বাহুবন্ধনী পাওয়ায় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন যুক্তরাষ্ট্র সফরে। গতকাল শুক্রবার টেক্সাসের হিউস্টনে পৌাছায় টাইগাররা। দেশ ছাড়ার আগে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিজিটাল প্লাটফর্মে দলের সকল ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি তাদের কাছে অনেক চাওয়ারও কথাও জানিয়েছেন।

হাথুরুসিংহে সাকিবকে নিয়ে বলেন, ‘সে এই খেলাটির একজন কিংবদন্তি। আমরা জানি সাকিব সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলেছে। এটা তার জন্য খুব বড় একটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমি আশা করব তিন বিভাগেই সে অবদান রাখবে। সে অসাধারণ একজন নেতাও। খেলোয়াড়দের সঙ্গে সে দারুণভাবে মিশে যায়। সবাই তাকে শ্রদ্ধাও করে। ম্যাচের পরিস্থিতি খুব ভালো বুঝতে পারে সে।’

মাহমুদউল্লাহর প্রসঙ্গে হাথুরু বলেন, ‘মাহমুদউল্লাহ সম্ভবত এই দলটির ‘‘স্পিরিট’’। সে ড্রেসিংরুমে অসাধারণ এক প্রশান্তি বয়ে এনেছে। যখন সে কথা বলে বাকিরা শোনে। আমি মনে করি তার মাথাও (ক্রিকেটীয়) খুব ভালো। সম্প্রতি তার ব্যাটিং অন্য পর্যায়ে চলে গেছে। সে খুবই নির্ভীক ব্যাটিং করছে...যা দলের জন্য খুবই ভালো। বিশ্বকাপে সে চাপের মুহূর্তগুলো সামলে নেবে এবং তরুণদের পথ দেখাবে।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে তিনি বলেন, ‘শান্ত আমাদের নেতা। খুবই ভালো একজন নেতা। তার নেতৃত্বগুণেই আমরা খেলব। ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে আনন্দফূর্তি করলেও, যখন মাঠে নামে খুবই লড়াকু মানসিকতা দেখায়। বিশ্বকাপে প্রথমবার নেতৃত্বের বাহুবন্ধনী পাওয়ায় তার কাঁধে গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি নিশ্চিত সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

বিশ্বকাপে তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। এই গতিতারকা সবার কাছে জনপ্রিয় বলে জানান হাথুরু, ‘তাসকিন খুবই আবেগপ্রবণ মানুষ। সে যেদিন মনের দিক থেকে ভালো থাকে আমরা তার কাছ থেকে সেরাটা পাই। খেলোয়াড় এবং কোচদের কাছেও খুবই জনপ্রিয় সে। সব সময় চেষ্টা করে দলকে সেরাটা দিতে এবং নিজের উন্নতি করতে। পাশাপাশি সে দুর্দান্ত একজন মানুষও।’

এদিকে সাম্প্রতিক সময়ে বাজে ফর্মে থাকা ওপেনার লিটন দাস বিশ্বকাপে তার সেরা অবস্থায় ফিরবেন বলেও আশা টাইগার কোচের, ‘লিটন আমদের শীর্ষ ব্যাটারদের একজন। এই বিশ্বকাপে তার ব্যাট থেকে বড় কিছু প্রত্যাশা করছি। ঈশ্বর প্রদত্ত একজন মেধাবী ব্যাটার। যেকোনো পজিশনে সে আমাদের অন্যতম একজন ফিল্ডার। যদিও মাঠের বাইরে কিছুটা শান্ত, তবে খেলাটা ভালো বুঝতে পারে। আর কৌশলগত দিক থেকেও দলকে সমর্থন দেয়।’

আগামী ২১ মে তিন ম্যাচের সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ।

১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটির আগে ২৭ মে থেকে ১ জুনের মধ্যে বিশ্বকাপের মোট ১৭টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এই ম্যাচটি হবে ২৮ মে। টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সাড়ে দশটা আর বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় সেই ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশের অপর ম্যাচটি প্রতিবেশী দেশ ভারতের বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগের দিন অর্থাৎ ১ জুন এই ম্যাচে লড়বে নাজমুল হোসেন শান্ত ও রোহিত শর্মার দল। এই ম্যাচের ভেন্যু এখনো ঠিক করা হয়নি।

আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


আফ্রিদির বিষয়ে কঠোর পিসিবি, খেলাবে না বাংলাদেশ সিরিজে

শ্রীলঙ্কা দলের নেতৃত্ব ছাড়লেন হাসারাঙ্গা

এনজোর গোল ‘কেড়ে নিয়ে’ যা বললেন মেসি

ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি অপ্রতিরোধ্য কলম্বিয়া

কানাডাকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

কোপা আমেরিকা ব্যর্থতায় ছাঁটাই প্যারাগুয়ে কোচ

দেশে আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে ক্রিকেটার নেই: সাইফুদ্দিন

বিশ্বকাপ জয়ের পরের ম্যাচেই রাজাদের কাছে ভারতের আত্মসমর্পণ

দাবার কোর্টেই হার্ট অ্যাটাক, মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর

এমি মার্টিনেজের বীরত্বে সেমিতে আর্জেন্টিনা

টি-২০ অলরাউন্ডার র‍্যাংকিংয়ে বড় পরিবর্তন

কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষায় ব্রাজিল