পুরস্কার নিয়ে ড. ইউনূসের চালাকিতে ইউনেস্কোর বিস্ময়!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৪১, সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ২ বৈশাখ ১৪৩০
  • আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন ড. ইউনূস
  • ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন বিবৃতি সম্পূর্ণ প্রতারণামূলক 
  • বিবৃতি অনতিবিলম্বে সংশোধন করে অপসারণ করতে হবে
  • ৭ দিনের মধ্যে ব্যাখা দিতে বলেছে ইউনেস্কো
  • ব্যাখ্যা দিতে অপারগ হলে ইউনূসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা 

 

ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন—এ মর্মে যে বিবৃতি ইউনূস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলে জানিয়েছে ইউনেস্কো। এ বিষয়ে ইউনেস্কো শুধু বিস্মিত হয়নি, ড. ইউনূসের মতো ব্যক্তি কীভাবে এই ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে সংস্থাটি।

১০ এপ্রিল 'ইউনেস্কো জাতীয় কমিশন' এক চিঠিতে বলেছে, ড. ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো উদ্দেশ্যমূলক ও প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতিবিলম্বে সংশোধন করে  অপসারণ ও আগামী ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখা দিতে হবে, অপারগ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছিল, "ড. ইউনূসকে আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেস্কো কতৃক 'ট্রি অব পিস' সম্মাননা দেয়া হয়।" কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ড. ইউনুসকে কোন রকম সম্মাননা দেয়নি ইউনেস্কো। বাকু সম্মেলনে 'নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার' নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর হেদভাসার।

সমালোচকরা বলছেন, যে পুরস্কার ইউনুস পাননি, সেই পুরস্কার নিজের বলে দাবি করে চালাকি করেছেন তিনি, তাতে নিজেকে আরও অবিশ্বাসের পাত্র বানিয়েছেন ড. ইউনূস। ড. ইউনূসের প্রতারণামূলক আচরণ এটাই প্রথম নয়। গ্রামীণ ব্যাংক ও ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও গ্রামীণ ব্যাংকের অর্জনটি উহ্য রেখে শুধু নিজের প্রচারণা চালিয়েছেন তিনি। ইউনেস্কোর পুরস্কার কেলেঙ্কারিতে ড. ইউনূস আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলেও মনে করছেন তারা।

Share This Article


বন্দিদের মুক্তি-আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে চীন: ব্লিঙ্কেন

প্রথমবারের মতো যুদ্ধ বন্ধের আগ্রহ দেখালো ইসরায়েল

কম্বোডিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণ, ২০ সেনা নিহত

যুদ্ধবিরতি সম্পর্কে ইসরায়েলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেলো হামাস

পরের জন্মে বাংলায় জন্মগ্রহণ করতে চাই: নরেন্দ্র মোদি

যে ছাড়ে ছাড়ুক, আমরা তোমায় ছাড়ব না, দেবকে মমতা বন্দ্যোপাধ্যায়

হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা

রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্যক্তিদের দুঃসংবাদ দিল ইইউ

যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল: হামাস

ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হালা রাহারিত

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ