রোববার থেকে নতুন পদ্ধতিতে ইতালির ভিসা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫৪, শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য আগামী রোববার (৩১ মার্চ) থেকে বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। 

শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।  

এদিকে ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ [email protected] ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।

ভিসা আবেদনের জন্য ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো হলো  

১. একজন আবেদনকারী শুধুমাত্র একটি ই-মেইল পাঠাতে পারবেন।
২. একটি ই-মেইল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
৩. একই ই-মেইল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
৪. অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ই-মেইল আসার ক্রম অনুসারে।
৫. আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টীকরণের জন্য ইটালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৭. ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
৮. জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কেউ অর্থ চাইলে সেটা বিশ্বাস করা যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইটালির দূতাবাসে রিপোর্ট করতেও অনুরোধ করা হয়েছে।

এর আগে ইতালি ভিসার জটিলতা এড়াতে ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল ঢাকার দেশটির দূতাবাস। সে অনুযায়ী ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই নতুন উদ্যোগ নেয়।

এদিকে দীর্ঘ ৯ বছর পর গত ২৬ মার্চ রাত থেকে ঢাকা-ইতালি সরাসরি বিমানের ফ্লাইট চালু হয়েছে।  

Share This Article


দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

দুপুরের মধ্যে সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

ওমরাহ পালনে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়লেন পাটমন্ত্রী

‘বাংলাদেশ অনেক পণ্যে এখন স্বাবলম্বী’

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের উদাত্ত আহ্বান প্রধানমন্ত্রীর

পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি