পতেঙ্গায় নোঙরে থাকা ফিশিং বোর্ডে আগুন, ৪ জন দগ্ধ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩০, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত উৎস থেকে নোঙরে থাকা অবস্থায় ফিশিং বোর্ডে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ ‘প্রমত্ত’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। এ ঘটনায় চার জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে নোঙরে থাকা ফিশিং বোটে আগুন লেগেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে নদীর ১৫ নম্বর ঘাটের কাছে আগুন লাগে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করা হয়েছে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জানান, দুপুর আড়াইটার দিকে অজ্ঞাত উৎস থেকে নোঙরে থাকা অবস্থায় ফিশিং বোর্ডে আগুন লাগে। খবর পেয়ে কোস্ট গার্ডের জাহাজ ‘প্রমত্ত’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করে। এ ঘটনায় চার জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। 

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের নাম-পরিচয় জানা যায়নি। 

Share This Article