ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: হুইপ ইকবালুর রহিম

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:১৫, বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

 ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মূলের সাফল্য শেখ হাসিনা সরকারের। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদ যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার কোনো বিধান ইসলামে নেই। কিন্তু বিএনপি-জামায়াত ধর্মকে পুঁজি করে ক্ষমতার লোভে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ইসলামের প্রচার, প্রসার এবং গবেষণার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 

 

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে পালন করার জন্য বঙ্গবন্ধু সর্বপ্রথম স্থায়ী বন্দোবস্ত হিসেবে তুরাগ নদের তীরবর্তী জায়গাটি প্রদান করেন। কাকরাইল মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে বঙ্গবন্ধুর যুগান্তকারী অবদান ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


বুধবার দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের আধুনিকায়ন, ৫নং শশরা ইউনিয়নের উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

হুইপ ইকবালুর রহিম বলেন, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদ নির্মূলের সাফল্য শেখ হাসিনা সরকারের। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সন্ত্রাসবাদ, নৈরাজ্যবাদ ও জঙ্গিবাদ যেকোনো মূল্যে প্রতিহত করতে হবে। সন্ত্রাস, নৈরাজ্য ও মানুষ হত্যার কোনো বিধান ইসলামে নেই। কিন্তু বিএনপি-জামায়াত ধর্মকে পুঁজি করে ক্ষমতার লোভে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।

 

ধর্মীয় মূল্যবোধ মানুষকে নৈতিক শিক্ষা দেয় উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ দেশে সব ধর্মের মানুষ শান্তিতে আছে। প্রতিটি উৎসবে মানুষ যার যার ধর্মীয় আচার-আচরণ পালন করছে।

 

এ সময় উপস্থিত ছিলেন- দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক চৌধুরী, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, শেখ ফরিদ গোরস্থান দারুল কোরআন হাফিজিয়া ক্বারিয়ানা মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের গভর্নিং বডির সভাপতি আনরুল কাদির জুয়েল, উমর পাইল সর্দারপাড়া জামে মসজিদের উপদেষ্টা আহাম্মেদ রাজিউর রহমান প্রমুখ।

Share This Article

শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ

ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা

হালা রাহারিত

গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মুখপাত্রের পদত্যাগ

আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: কাদের

দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী

বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের

ট্রাম্পের বিচার নিয়ে মার্কিন সুপ্রিমকোর্টে বিভক্তি

বছরে একটি বিসিএস সম্পন্ন করার পরিকল্পনা পিএসসির

আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান


দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

দুপুরের মধ্যে সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

থাইল্যান্ডের রাজা-রানির রাজকীয় অতিথি শেখ হাসিনা

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

বাল্যবিবাহ রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

ওমরাহ পালনে সৌদির উদ্দেশে ঢাকা ছাড়লেন পাটমন্ত্রী

‘বাংলাদেশ অনেক পণ্যে এখন স্বাবলম্বী’

বিশ্বব্যাপী সব যুদ্ধ বন্ধের উদাত্ত আহ্বান প্রধানমন্ত্রীর

পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি