বিজ্ঞান উৎসব পালন করেছে ঢাকা কলেজ সাইন্স ক্লাব

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩৮, মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ৩১ জ্যৈষ্ঠ ১৪২৯

নবীন বরণ ও বিজ্ঞান উৎসব পালন করেছে ঢাকা কলেজ সাইন্স ক্লাব। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কলেজের বীর মুক্তিযোদ্ধা শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এটিএম মঈনুল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস শিকদার ও প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীর প্রধান অধ্যাপক শরীফা সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা কলেজের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামীর বিশ্ব গড়ে তুলবেন। দিনে দিনে তারা অনেক বড় হবে। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়া দিয়ে বিশ্বকে গড়ে তুলবেন বিজ্ঞানের আলোয়।

বক্তারা আরও বলেন, বিজ্ঞানের শিক্ষার্থীরা অনেক মেধাবী ও দক্ষ। বিজ্ঞান শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ব আজ হাতের মুঠোয়। বিজ্ঞানীদের অবদানে বিশ্ব আধুনিক হচ্ছে। হাতের নাগাদেই চলে এসেছে বিশ্ব। জীবনমান হচ্ছে সহজ।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article