এই গরমে অল্প সময়ে রান্না করার উপায়

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১২, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩০

রান্না করার জন্য অনেকটা সময় আগুনের কাছাকাছি থাকতে হয়। এই তীব্র তাপের দিনে সত্যিই তা কষ্টকর। কিছু টেকনিক অবলম্বণ করে এ সময় দ্রুত রান্না করা উচিত। কেবলমাত্র এক জনের ওপর রান্নার দায়িত্ব চাপাবেন না। বরং পরিবারের প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ব নিন।

বিশেষজ্ঞরা বলছেন, গরম থেকে বঁচাতে রান্নাঘরে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যবহার করতে হবে। এ সময় রান্নাঘরের জানালা খোলা রাখতে হবে। যিনি রান্না করবেন তার হাইড্রেটেড থাকা জরুরি। এজন্য রান্না করার সময় ৫০০ মিলি পানিতে এক চিমটি লবণ এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করতে হবে। দ্রুত রান্না করার কয়েকটি টিপস।

রান্নার কাজ কয়েকটি ভাগে ভাগ করে নিন। সবজি, মাছ, মাংস কাটাকাটির কাজ আগে শেষ করে ফেলুন। মশলার মিশ্রণ করে রাখুন।

সকালে বা রাতে তাপমাত্রা কিছুটা কম থাকে এই দুই সময়ের যেকোন সময়ে রান্না করুন। দুপুরে তাপমাত্রা বেশি থাকে এ সময় রান্না করাই ভালো।

অল্প সময়ে রান্না করা যায়, এমন রেসিপি রান্না করুন।

খাবার তালিকায় ফল, সালাদ এবং হালকাসেদ্ধ খাবার যোগ করুন, এতে রান্নার সময় বাঁচবে।

খাবার সিদ্ধ করার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারেন।

রান্না করার সময় ঢিলেঢালা, পাতলা পোশাক পরুন।

রান্না শেষ হওয়ার সাথে সাথে রান্নাঘরের কাজও যেন শেষ হয়ে যায়, এজন্য রান্না করতে করতে সব কিছু গুছিয়ে ফেলুন।

তথ্যসূত্র: এনডিটিভি অবলম্বণে।

Share This Article

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট এনআইডির আনুষ্ঠানিক উদ্বোধন ২৩ মে

‌ডোনাল্ড লুর সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতির প্রসঙ্গ তোলা হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে কাজ করে যাচ্ছে সরকার

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

আবারও বিএনপিকেই পালাতে হবে : ওবায়দুল কাদের

দেশের নাগরিকত্ব ছাড়ার শর্তে ভিনদেশের নাগরিক হলে এনআইডি নয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল!

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রে ৫০ অধ্যাপক গ্রেফতার