বাংলাদেশ হবে শ্রীলংকা : ইউনুস এর ঋণ বাণিজ্যে চলবে দেশ!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৯:২৫, বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২, ২৩ আষাঢ় ১৪২৯

সাম্প্রতিককালে শ্রীলঙ্কা অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর বাংলাদেশের একটি মহল থেকে গুঞ্জন উঠেছিলো, বাংলাদেশের অবস্থাও শ্রীলঙ্কার মতো হতে চলেছে। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার পেয়েছিলো।

এবার একটু অনুসন্ধান করে দেখা যাক, কারা কোন প্রেক্ষিতে এই গুঞ্জনের সূচনা করেছিলো।

সম্প্রতিকালে আরেকটি ঘটনা গণমাধ্যমে এসেছে যে, ড. ইউনুসের গ্রামীন টেলিকমের কর্মচারীরা তাদের প্রাপ্য ৫ শতাংশ লভ্যাংশ পেতে আদালতে যেই মামলা করেছিলো সেটি আলোচনার মাধ্যমে মিমাংশা করা হয়েছে এবং শ্রমিকরা তাদের মামলা প্রত্যাহার করে নিয়েছে।

জানা গেছে, এই মামলা তুলে নিতে মামলায় শ্রমিক পক্ষের আইনজীবী ও শ্রমিক নেতাদের ২৫ কোটি টাকা ঘুষ দিয়ে দিয়েছে গ্রামীন টেলিকম।

প্রশ্ন হচ্ছে, শ্রমিক নেতা ও আইনজীবীরা টাকার বিনিময়ে মামলা তুলে নেয়ার পক্ষে সমঝোতা করলেও শ্রমিকরা কোন টাকা পায়নি। তাহলে শ্রমিকরা মামলা তুলে নিতে রাজি হলো কেন?

জানা গেছে, শ্রমিকদের রাজি করাতে, গ্রামীন টেলিকমের পক্ষ থেকে বলা হয়েছে, আর কিছুদিনের মধ্যেই দেউলিয়া হতে যাচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ দেউলিয়া হলে শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী থাকবেন না বরং পশ্চিমাদের সহায়তায় এই সময়ে দেশ রক্ষার অজুহাতে সরকারকে সুদ ভিত্তিক আর্থিক ঋণ দিয়ে দেশের হাল ধরে ড. ইউনুস হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

এই মিমাংসাপত্রে শ্রমিকদের স্বাক্ষর করানোর জন্য আরো বলা হয়, ড. ইউনুস যখন প্রধানমন্ত্রী হবেন তখন এই মামলা জিতে লভ্যাংশ পাওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না। বরং এখন সমঝোতায় আসলে সবাই কিছু না কিছু টাকা পাবেন।

অন্যদিকে দেশ দেউলিয়া হলে মানুষের অর্থনৈতিক দুর্দশার সুযোগে ড.ইউনূসের  ক্ষুদ্র ঋণ প্রকল্প পাবে নতুন গতি। বিপদগ্রস্ত মানুষ বাধ্য হয়ে তার প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য হবে।ঋণ নিয়ে সাধারণ মানুষ আরও ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হবেন ড ইউনুস ও তার প্রতিষ্ঠান,যেমনটি দেখা গেছে পার্শবর্তী দেশ শ্রীলংকায়।

শ্রীলঙ্কা আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পর বিভিন্ন বিদেশি এনজিও দেশটির সাধারণ মানুষকে সহযোগিতার বা সেবা দানের নামে চড়া সুদে ঋণ দেয়া শুরু করে।আর ড, ইউনুস অনেক আগে থেকেই চড়া সুদে বাংলাদেশের গরীব মানুষকে ঋণ দেয়ার প্রচলন করেন।আর এসব ঋণ গ্রহীতারা দিনকে দিন নিষ্পেষিত হয়ে আসছে বহুকাল ধরে।

Share This Article

যেকারণে ইমাম-মুয়াজ্জিনগণ সমর্থন দিলেন খোকন সেরনিয়াবাতকে

ধর্মকে পুঁজি করে নাগরিকদের সঙ্গে প্রতারণা করছেন অনেকে: খোকন সেরনিয়াবাত

নির্বাচন প্রক্রিয়ায় জড়িত ৯০ শতাংশ ব্যক্তিরই যুক্তরাষ্ট্রের ভিসার প্ৰয়োজন নেই!

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

২০০০ টাকার কর বিভ্রান্তি: না বুঝেই প্রতিক্রিয়ায় সয়লাব ফেসবুক!

ফয়জুল করিমকে নয়, খোকন সেরনিয়াবাতকে সমর্থন দিলেন ছারছিনা পীর !

বিএনপির জন্য বড় চাপ তৈরি করেছে ভিসা নীতি: তথ্যমন্ত্রী

করফাঁকি: কূটকৌশল খাটিয়েও নিস্তার পেলেন না ড. ইউনূস

মিথ্যে আশ্বাস দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন চরমোনাই পীর!

মুরিদদের ভয় দেখিয়ে স্ত্রীদের নির্বাচনী মাঠে নামিয়েছেন চরমোনাই পীর!


ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ৪০-৫০ টাকা

টাইম ম্যাগাজিন প্রতিবেদন:শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশ পারে

কেবল সাধারণ মানুষই নয়, প্রধানমন্ত্রী, এমপিকেও কর দিতে হবে: প্রধানমন্ত্রী

রেমিট্যান্সের পালে হাওয়া, ২৭ দিনে এলো ১৬৭ কোটি ডলার

২৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৭ কোটি ডলার

জানুয়ারিতেও ইতিবাচক ধারায় প্রবাসী আয়

২০ দিনে প্রবাস আয় ১৩১ কোটি ৫২ লাখ ডলার

জুলাই-ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে ১৬.৬১%

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩২ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

ডিসেম্বরে রেমিট্যান্সের পালে হাওয়া

নতুন বছরে অর্থনীতির গতি বাড়াবে বঙ্গবন্ধু টানেল

বৈশ্বিক মন্দাতেও রফতানি আয়ে চমক