তেল-গ্যাসের মূল্য নিয়ে প্রধানমন্ত্রীর সুসংবাদ !

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৩৫, বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১৬ আষাঢ় ১৪২৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী বেড়েই চলেছে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য। ইতোমধ্যে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে তোলপাড় চলছে শ্রীলঙ্কায়। ভারতে নিয়মিত বিরতিতে বাড়ছে জ্বালানির দাম। একই অবস্থা পাকিস্তান, নেপালেও।

তবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির পরও বাংলাদেশে আপাতত জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ সুসংবাদ দেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসে সরকারের যে ঘাটতি হবে, তা ভোক্তা পর্যায়ে চাপিয়ে দেওয়া হবে না। যে কারণে ভর্তুকি বাড়বে। আর ভর্তুকি সহনশীল রাখতে এবং আমদানির ওপর চাপ কমানোর লক্ষ্যে যথাযথ ব্যবস্থা সরকার নেবে। এ ক্ষেত্রে জনগণকেও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

জানা যায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে দিনে ১০০ কোটি টাকার বেশি লোকসান দিয়ে চলেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। ধারাবাহিক ভর্তুকির চাপে সরকার জ্বালানির দর সমন্বয়ের কথা ভাবছে বলে গত ১৪ জুন জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বাড়ায় দেশের বাজারে দাম সমন্বয় করা হতে পারে বলেও জানান তিনি।

বর্তমানে দেশে প্রতিদিন ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। বাকি ৮০০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি এলএনজি আমদানি করে পূরণ করা হচ্ছে।

এ অবস্থায় জনগণকে আরও মিতব্যয়ী হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বিলাসদ্রব্য পরিহার ও দেশেই চিকিৎসা নেওয়ার অনুরোধ করেন তিনি।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


১৩ দিনে এলো ৭৮ কোটি ডলার রেমিট্যান্স

রফতানি আয়ে সুবাতাস: সেপ্টেম্বরে এলো ৪.৩১ বিলিয়ন ডলার

২০৩৪ সাল পর্যন্ত কানাডায় রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ

আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে এডিবি

জুলাই থেকে শুরু ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য

কমেছে পেঁয়াজের দাম

বাংলাদেশকে কেন ঋণ দেয়া হয়েছে, জানালেন আইএমএফ' প্রধান

১২৫ কোটি ডলার ঋণ অনুমোদন : উচ্চ-মধ্যম আয়ের দেশ হওয়ার লক্ষ্য পূরণে বাংলাদেশের সাথে থাকবে বিশ্বব্যাংক!

ঈদে রেমিট্যান্স এসেছে ১৩ হাজার ৬০০ কো‌টি

‘এমভি সোল’ জাহাজে নতুন ইতিহাস গড়ল পায়রা বন্দর

ঈদের আগে ১০ হাজার ২৫৭ কোটি টাকা রেমিট্যান্স আসার রেকর্ড