সরকার কোথাও কোনো চাপে নেই: শাহরিয়ার আলম

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৪০, বুধবার, ৩১ মে, ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকার কোথাও কোনো চাপে নেই। নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।

বুধবার (৩১ মে) গুলশানের একটি অভিজাত হোটেলে একটি জাতীয় দৈনিক আয়োজিত প্রতিমন্ত্রীর সঙ্গে কথোপকথন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, চীনের নেতৃত্বাধীন গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বা বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ (জিডিআই) একটি নতুন ঘটনা এবং বাংলাদেশের পক্ষ থেকে কিছু না করা পর্যন্ত বলার মতো কিছু নেই।

তিনি বলেন, একটি কমিটি রয়েছে যারা বিষয়টি খতিয়ে দেখবে।

রাজধানীর একটি হোটেলে এক ইন্টারেক্টিভ সেশনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা জিডিআই-এর বিষয়ে এখনও এমন কোনো পর্যায়ে পৌঁছাতে পারিনি।’

শাহরিয়ার বলেন, বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) যোগ দিয়েছে এবং বিআরআই নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞার কোনো কারণ দেখছি না।

তিনি আরও বলেন, সরকার কোথাও কোনো চাপে নেই।

একটি রাজনৈতিক প্রশ্নের বিষয়ে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন।

শাহরিয়ার আশা প্রকাশ করেন যে সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছে এবং সংকট সমাধানে বড় বড় দেশগুলোর সহযোগিতা কামনা করেছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং নিরাপত্তা সহযোগিতা মানে কোনো জোটে যোগ দেওয়া নয়।

Share This Article


সিরিজ নিশ্চিতের ম্যাচে বাংলাদেশের সম্ভব্য একাদশ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন

গ্রামাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর

যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে বুধবার

ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা

নতুন করে মুক্তিযোদ্ধা হতে আবেদনের সুযোগ নেই : মোজাম্মেল হক

মিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষী ঢুকলো বাংলাদেশে

ভারতের পররাষ্ট্র স‌চিব ঢাকায় আসছেন বৃহস্পতিবার

উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

মুক্ত গণমাধ্যম: প্রধানমন্ত্রীও যেখানে জবাবদিহিতার আওতায়!

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আন্দোলনের সঙ্গীরাও বিএনপির হাইকমান্ডে বিরক্ত!