কেসিসি নির্বাচন: যেসব প্রতিশ্রুতি দিলেন আব্দুল খালেক

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:৫৯, রবিবার, ২৮ মে, ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। এরই প্রেক্ষিতে গত ২৬ মে, প্রতীক বরাদ্দের পরই প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। এ সিটিতে বেশ আলোচনায় আছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

পুনরায় নির্বাচিত হলে খুলনাকে তিলোত্তমা নগরীতে পরিণত করবেন বলে বেশি কিছু প্রতিশ্রুতি দিয়েছেন তৃতীয়বারের মতো নৌকার এই মেয়র প্রার্থী।

প্রতিশ্রুতি:

১।  জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণ। 
২।  নগরবাসীর চিত্তবিনোদন ও পরিবেশ রক্ষায় পার্ক এবং উম্মুক্ত স্থানে আরও খেলার মাঠ নির্মাণ।
৩।  নগরীর পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে ১টি করে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ করা হবে, 
৪।  নগরীর প্রাণকেন্দ্রে সিটি সেন্টার, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার নির্মাণ, কলেজিয়েট স্কুল, বাজার নির্মাণসহ কেসিসি’র বিভিন্ন স্থাপনার ছাদে ও পুকুরে সোলার প্যানেল স্থাপন করা হবে। 
৫।  দূষিত পানি রিসাইক্লিং-এর মাধ্যমে পুনর্ব্যবহারের লক্ষ্যে   নগরভিত্তিক টেকসই পানিচক্র প্রকল্প বাস্তবায়ন করা হবে।
৬।  এডিবি’র অর্থায়নে নগরীর সকল স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি সিটি ডেভেলপমেন্ট প্লান প্রস্তুত করা হবে।
৭।  কোরিয়ান সরকারের আর্থিক সহায়তায় খুলনা স্মার্ট সিটি ব্যাসিক প্লান প্রস্তুত করা হবে যা স্মার্ট শহর বিনির্মাণে ভূমকা রাখবে।

উল্লেখ্য, ৩ এপ্রিল খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই তফসিল অনুযায়ী আগামী ১২ জুন এই দুই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share This Article


পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

চলবে তাপপ্রবাহ, আরও ৩ দিনের হিট অ্যালার্ট

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

আন্তর্জাতিক ওয়ার্ক অর্ডারের বিপরীতে সাবকন্ট্রাক্টররাও রপ্তানি সুবিধা পাবেন

গরমে স্বাস্থ্যঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের ৮ নির্দেশনা

চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে আজ

প্রধানমন্ত্রী বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন

‘সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না’

সারাদেশে হিটস্ট্রোকে সাতজনের প্রাণহানি