কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থাপক আনলো কুয়েত, নাম ‘ফেদা’

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১১:৪৯, মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ২৮ চৈত্র ১৪৩০

কুয়েত নিউজের টুইটার পেইজে সংবাদ পাঠের জন্য রোববার (৯ এপ্রিল) হাজির হয় ‘ফেদা’ নামের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উপস্থাপক। প্রতিষ্ঠানটির পরিকল্পনা এখন থেকে সংবাদমাধ্যমটিতে নিয়মিত অনলাইন বুলেটিন পাঠ করবে সে। সোমবার (১০ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফেদা’ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একজন নারী সংবাদ উপস্থাপক। কালো জ্যাকেট ও সাদা টি-শার্ট পরিহিত এই উপস্থাপক আরবি ভাষায় বলেন, ‘আমি ফেদা, কুয়েত নিউজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করা প্রথম  সংবাদ উপস্থাপক। আপনাদের কী ধরনের খবর পছন্দ? আসুন, আপনাদের মতামতগুলো শুনি।’

কুয়েত টাইমস ২০২২ সালে কুয়েত নিউজের সাথে একীভূত হয়। যা ১৯৬১ উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি ভাষার দৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো।

সংবাদমাধ্যমটির প্রকাশনা ও ওয়েবসাইট বিষয়ক উপ-প্রধান সম্পাদক আবদুল্লাহ বোফতাইন বলেন, ‘পাঠকদের নতুন নতুন কনটেন্ট উপহার দিতেই কৃত্রিম বুদ্ধিমত্তার যে সম্ভাবনা রয়েছে তা পরীক্ষার জন্যই এই পদক্ষেপ।’

আবদুল্লাহ আরও বলেন, ফেদা এখন ধ্রুপদী আরবি ভাষায় সংবাদ পাঠ করবে। তবে খুব শিগগিরই আরবি ভাষার কুয়েতি টানও গ্রহণ করবে সে এবং কুয়েত নিউজের টুইটার অ্যাকাউন্টে সংবাদ বুলেটিন পাঠ করবে।

বোফতাইন বলেন, ‘ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ফেদা। এটা একটা পুরানো কুয়েতি নাম। যার অর্থ রুপা। রোবটকে আমরা সবসময় রুপা ও ধাতব রঙের বলে কল্পনা করি। এজন্য এই দুটি রঙের সমন্বয় করা হয়েছে।’

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক নিয়ে আসে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। ২০১৮ সালে পঞ্চম বিশ্ব ইন্টারনেট সম্মেলন উপলক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপককে বিশ্বের সামনে তুলে ধরা হয়।

Share This Article


যে তিনটি টিপস মানলে হ্যাং হবে না স্মার্টফোন

ব্যবহারকারীদের নিরাপত্তায় নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ কবে?

ফোন ট্র্যাকিং বুঝার উপায়, যেসব উপায়ে বন্ধ করবেন

ডিএনএ পরীক্ষায় ১৮টি প্রাথমিক পর্যায়ের ক্যান্সার শনাক্ত হবে, বলছেন বিজ্ঞানীরা

এলিয়েন আছে নাকি নেই, নাসার তথ্য কী বলে?

‘নির্ভুলভাবে’ মৃত্যুর তারিখও বলে দেবে এআই!

ভোটারদের খুদে বার্তা পাঠিয়ে ভোট চাইতে পারবেন প্রার্থীরা

ডিসেম্বরেই গয়েব হয়ে যাবে যাদের জিমেইল অ্যাকাউন্ট

অভিনেত্রী-রাজনীতিবিদদের বিপাকে ফেলা ‘ডিপফেক প্রযুক্তি’ আসলে কী?

ইংরেজি অভিধানে বছরের সেরা শব্দ ‘এআই’

মহাকাশে প্রথমবারের মতো বিকশিত করা হলো ইঁদুরের ভ্রূণ