প্রশংসায় ভাসছেন এক মা!

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৮, মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯

ছেলের জন্য রোজ কলেজে টিফিন পাঠাতেন গৃহবধূ। এখন ছেলের পাশাপাশি তার এক সহপাঠীর জন্যও প্রতিদিন টিফিন পাঠান তিনি। কারণ ছেলের কাছ থেকেই তিনি জানতে পারেন, ওই সহপাঠী ঠিকমতো খেতে পাচ্ছে না। মা হয়ে কীভাবে সব শুনেও চুপ করে বসে থাকবেন!

তাই যা করার, তা-ই করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ পদক্ষেপের দারুণ প্রশংসা করেছেন নেটিজেনরা। খবর এনডিটিভির। মহীয়সী ওই নারীর নাম অ্যান্টোনিয়া। নিজেই টুইটারে ছেলের সহপাঠীকে খাবার পাঠানোর গল্প জানিয়েছেন। সঙ্গে ছবি দিয়েছেন দুজনের টিফিনের।

অ্যান্টোনিয়া লিখেছেন, কলেজে আবার ছেলের একজন বন্ধু হয়েছে। ছেলে দেখে, গত কয়েক দিন ধরে সে কিছুই খায় না। আমার ছেলে নিজের টিফিন থেকে ভাগ দিতে থাকে তাকে। ওই সহপাঠী জানায়, গত কয়েক দিন ধরে তিনি অভুক্ত। আমি তার পর থেকে রোজ দুই বাক্স করে টিফিন পাঠাই। যাতে দুজনেই মন দিয়ে লেখাপড়া করতে পারেন।’

নারীর এই পদক্ষেপের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, এত ভালো মা হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

আরেকজন লিখেছেন, নিজের ছেলেকে খুব ভালো শিক্ষা দিচ্ছেন আপনি। খুব ভালো মানুষ তৈরি করছেন। ওই ছেলেটি যে টিফিন নিতে রাজি হয়েছে, সেটিও ভালো। আমিও খুব গরিব ছিলাম। স্কুলের খাবার কিনে খাাওয়ার ক্ষমতা ছিল না। দোষ না থাকলেও সেটা নিয়ে লজ্জা পেতাম।’

Share This Article

জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে

যে কারণে কারিনাকে অনেক বড় মনের মানুষ বললেন জয়দীপ

প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত: কাদের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে অস্ত্র সমর্পণ করবে হামাস

দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৭ ডিগ্রি

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা জোরদারের সুযোগ রয়েছে

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

মধুখালীতে সহোদর হত্যা : বিএনপি-জামায়াত-হেফাজতের উস্কানিতে পরিস্থিতি আরও উত্তপ্ত!

আপাতত রক্ষা পাচ্ছে ৩ সহস্রাধিক গাছ