কাল থেকে পরীক্ষামূলক এক ঘণ্টা লোডশেডিং

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:১৯, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দেওয়া হবে। এক সপ্তাহ পরীক্ষামূলক দেওয়ার পর পরবর্তীতে এটি বাড়ানো হবে।

সোমবার (১৮ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


তিনি বলেন, শিল্পে লোডশেডিং বা রেশনিং করা হবে না। তেলের দাম বেড়ে যাওয়ায় আমরা ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখবো। এতে বিদ্যুতের কিছুটা ঘাটতি হবে। সেই ঘাটতি এক থেকে দেড় হাজার মেগাওয়াট হবে। সেই ঘাটতি রেশনিং করে মেটানো হবে।

এ জন্য আমরা আগামীকাল থেকে সারাদেশে এক ঘণ্টা লোডশেডিং দিবো। এক সপ্তাহ পরীক্ষামূলক চালানো হবে।  যদি দেখি এটা দিয়ে আমরা ঘাটিতি মেটাতে পারছি তাহলে এই এক ঘণ্টা আমরা অব্যাহত রাখবো। যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা আরও এক ঘণ্টা বাড়াবো।  

তিনি আরও বলেন, আমরা চেষ্টা করবো লোডশেডিংয়ের সময় আগে থেকে জানিয়ে দেওয়ার। এতে মানুষের ভোগান্তি কম হবে। আপনারা জানেন, বিশ্বের অনেক দেশ রেশনিংয়ে গেছে, দাম সমন্বয় করেছে। আমরা যদি একটু হিসাব করে খবর করি তাহলে সাশ্রয় হবে। আমরা এর আগে হোম অফিস করে উপকার পেয়েছি। আমাদের হিসাব করতে হবে কতটুকু সাশ্রয়ী করলে আমরা চলতে পারবো।

নসরুল হামিদ বিপু বলেন, উপাসনালয়ে সাশ্রয়ীভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা হয়েছে। নামাজের সময়সূচি ছাড়া অন্যান্য সময়ে এসি বন্ধ রাখতে বলা হয়েছে।

Share This Article

যে তিন কারণে বরিশালের ভোটের মাঠে খোকন সেরনিয়াবাতকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা

নগর ভবন সবার জন্য উম্মুক্ত থাকবে: খোকন সেরনিয়াবাত

শেখ হাসিনা গড়বেন স্মার্ট বাংলাদেশ, তিলোত্তমা নগরী গড়বেন খোকন সেরনিয়াবাত !

দুবাইর বিমানে দেশ ছাড়ছেন জাহাঙ্গীর!

সাদিক আব্দুল্লাহ'র আস্থাভাজন সাজ্জাদ সেরনিয়াবাতের চাঁদাবাজি

‘স্মার্ট’ বরিশাল নগরী গড়ে তোলা হবে : খোকন সেরেনিয়াবাদ পত্নী

ভিন্ন চিত্র বিসিসি নির্বাচনে: বিএনপি ভোটারদের ভোটও পাবেন খোকন সেরনিয়াবাত!

ব্যর্থ বিএনপির সকল প্রচেষ্টা,এলোনা স্যাংশন

ভিন্ন দেশ ও জাতি-গোষ্ঠীর মাঝে আলোড়ন তুলেছে ৭ই মার্চের ভাষণ!

নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম : মার্কিন ভিসা নীতিতে উৎফুল্ল আওয়ামী লীগ,দুশ্চিন্তায় বিএনপি!