টাকার বিনিময়ে ব্লু ব্যাজ দেবে ফেসবুক

টুইটারের নতুন মালিক ইলন মাস্কের পথেই হেঁটেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।
ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রোববার এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।
ফেসবুকের এই প্রধান নির্বাহী জানান, ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।
ফেসবুকে তিনি লেখেন, চলতি সপ্তাহে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সেবা চালু করবো। তবে শিগগিরই আরও দেশে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ দেওয়ার পরিষেবা চালু করা হবে।
বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন টুইটার মাসে ১১ ডলারের বিনিময়ে ব্লু টিক মিলবে বলে গত মাসে ঘোষণা দিয়েছিল। এবার ফেসবুকও একই পথে হাঁটল।