টাকার বিনিময়ে ব্লু ব্যাজ দেবে ফেসবুক

  বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৩:০৪, সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭ ফাল্গুন ১৪২৯

টুইটারের নতুন মালিক ইলন মাস্কের পথেই হেঁটেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা টাকার বিনিময়ে নিজেদের অ্যাকাউন্ট ভেরিফায়েড করতে পারবে বলে জানিয়েছেন তিনি। খবর বিবিসির।

ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে রোববার এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ।

ফেসবুকের এই প্রধান নির্বাহী জানান, ওয়েবে মেটা ভেরিফায়েড মাসে ১১ দশমিক ৯৯ ডলার আর আইওএসে ১৪ দশমিক ৯৯ ডলারে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশি এক হাজার ২৫৭ টাকার বিনিময়ে মিলবে ফেসবুকের ব্লু ব্যাজ।

ফেসবুকে তিনি লেখেন, চলতি সপ্তাহে আমরা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে এই সেবা চালু করবো। তবে শিগগিরই আরও দেশে অর্থের বিনিময়ে ব্লু ব্যাজ দেওয়ার পরিষেবা চালু করা হবে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন টুইটার মাসে ১১ ডলারের বিনিময়ে ব্লু টিক মিলবে বলে গত মাসে ঘোষণা দিয়েছিল। এবার ফেসবুকও একই পথে হাঁটল।

Share This Article


দেশীয় সংস্কৃতির সঙ্গে মানানসই প্রচারমাধ্যম হিসেবে টিকটককে ব্যবহারের আহ্বান

রামপালে হচ্ছে ৩০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র

যে কারণে চাঁদের মাটি ছুঁতে পারেনি বহু মহাকাশযান

পারলো না লুনা-২৫, বুধবার চাঁদে নামবে চন্দ্রযান-৩

হোয়াটসঅ্যাপে আর ছবির মান নষ্ট হবে না

৬৪ জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার হবে: পলক

১৫ আগস্ট ভয়াবহ সাইবার হামলার হুমকি: নিরাপত্তায় যা করতে হবে

স্মার্টফোন, স্মার্ট ঘড়ির পর এবার ‘স্মার্ট বন্দুক’!

আসছে মাইন্ড রিডিং যন্ত্র, নিয়ন্ত্রণে রাখা যাবে তো?

দেশে প্রথমবার টিভির পর্দায় সংবাদ পাঠ করল কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অপরাজিতা’

চাঁদের উদ্দেশে পাড়ি দিলো ভারতের চন্দ্রযান-৩

এক ইমোজির খেসারত ৬৬ লাখ টাকা!