সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি : মোস্তাফিজ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:২১, বুধবার, ৬ জুলাই, ২০২২, ২২ আষাঢ় ১৪২৯

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাজে বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। দলের সেরা বোলারের এমন অবস্থায় হতাশ হয়েছেন সমর্থকরা। তবে তিনি জানিয়েছেন, সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মোস্তাফিজ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। এমনকি বোলিংয়ে বৈচিত্রই খুব একটা দেখা যায়নি।

২০ ওভারের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বশেষ ১০ ইনিংসে মোস্তাফিজের উইকেট মাত্র ৫টি, গড় ৫২.২০। ওভারপ্রতি রান দিয়েছেন ৮.১১।

এ নিয়ে এক ভিডিও বার্তায় মোস্তাফিজ বলেন, ‘আপনারা না পেতে পারেন (আগের মুস্তাফিজকে), আমি তো মনে করি… অপারেশনের পর (২০১৬ সালের অগাস্টে) আমার এক-দেড় বছর ভালো পারফরম্যান্স ছিল না। এরপর তো আমি মনে করি…। শেখার তো শেষ নেই, উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য যে বিশ্বের ভালো ভালো বোলারদের মধ্যে কীভাবে থাকা যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি এখনও।’

তিনি আরও বলেন, ‘এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেট আরেক রকম। এশিয়ার বাইরের উইকেট খুব ভালো, ‘ট্রু’ উইকেট থাকে। এটার কারণে হতে পারে। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার, সবসময়ের জন্য। এশিয়ার ভেতরে দেখবেন, অন্য দলের ১৫০ রান করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে ২০০ রান করলেও নিরাপদ নয়। এই কারণে ইকোনোমি (ওভারপ্রতি রান) বাড়তে পারে। আমার যেটা মনে হয়।’

আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সহজ জয়ে এগিয়ে গেছে উইন্ডিজ।

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!