১০ ডিসেম্বর ‍বিএনপির গণসমাবেশ: যা বললেন আ.লীগ নেতারা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫৩, শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১০ অগ্রহায়ণ ১৪২৯

আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। দলটি বলছে, যে কোনও উপায়ে নয়াপল্টনেই গণসমাবেশ করবে তারা। আর পুলিশ বলছে, গোয়েন্দা সংস্থা ঝুঁকি বিশ্লেষণ করে যে রিপোর্ট দেবে তা বিবেচনায় রেখেই সমাবেশের স্থান নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

 

এমন পরিস্থিতিতে ঢাকার সমাবেশকে গুরুত্বের সাথেই নিয়েছে ক্ষমতাসীন দল। ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১০ ডিসেম্বর নিয়ে বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন রকম হুমকির বিপরীতে শক্ত অবস্থান গ্রহণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপি আগুন–সন্ত্রাসের খেলা শুরু করলে জনগণ তা মোকাবিলা করবে। তারা প্রতিরোধ করবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি সমাবেশের নামে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করলে মতিঝিলে হেফাজতে ইসলামের যে পরিণতি হয়েছিল, এর চেয়েও খারাপ পরিণতি ভোগ করতে হবে।
                                     
১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপির কাছে জানতে চাই, ১০ ডিসেম্বরের পর ১১ ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রকে চালাবে কে? আওয়ামী লীগ নাকি বিএনপি তা পরিষ্কার করেন।
                              
দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১০ ডিসেম্বর আমাদের নেতা-কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে। নয়াপল্টনে হেফাজতে ইসলাম যে ধরণের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছিল, তারাও সেটি করতে চায়। ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেছেন, আগামী ১০ ডিসেম্বর নিয়ে বিএনপির যে প্রত্যাশা তা কখনও পূরণ হবে না। বিএনপির প্রত্যাশার বেলুন ১০ তারিখে চুপসে যাবে। বেলুন চুপসে যাওয়ার পর তাদের হাতে আর কোনও কাজ থাকবে না।

উল্লেখ্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ ১০ ডিসেম্বর রাজধানীতে দুটি সমাবেশ করতে দলের অনুমতি চেয়েছে। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক পাহারায় থাকবে।

Share This Article


২৩ নাবিক নিয়ে অজানা গন্তব্যে এমভি আবদুল্লাহ

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই : কাদের

ঢাকায় ইয়াহিয়া অফিস-যানবাহনে কালো পতাকা

আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস

সোনালি আঁশে সোনালি দিনের হাতছানি: প্রধানমন্ত্রী

১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

কিডনি রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি: রাষ্ট্রপতি

ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

মুক্তিপণ ৫০ লক্ষ মার্কিন ডলার, না পেলে ২৩ নাবিককে হত্যার হুমকি

বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরবেন রাষ্ট্রপতি

১০ টাকায় ডিম, ২০০ টাকা কেজি ব্রয়লার বিক্রি আজ থেকে

খাবারের অভাব: গাজায় ইফতার করতে পারেননি ২০০০ চিকিৎসাকর্মী