মস্কোতে আটক হামলাকারীদের মধ্যে ২ জনের দায় স্বীকার

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ১২:০৩, সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ১১ চৈত্র ১৪৩০

মস্কোয় হামলার ঘটনায় গ্রেফতার  চার ব্যক্তির মধ্যে তিনজনকে মস্কোর একটি আদালতে চোখ বেঁধে হাজির করা হয়। আর চতুর্থজনকে আনা হয় হুইলচেয়ারে করে। তাদের সবার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ।

রাশিয়ার মস্কোয় হামলার ঘটনায় গ্রেফতার সন্দেহভাজন চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এ চারজন গত শুক্রবার কনসার্ট হলে হামলা চালিয়ে অন্তত ১৩৭ জনকে হত্যা করেছেন।

 সংবাদমাধ্যম বিবিসির তথ্যানুযায়ী, গ্রেফতারের পর ওই চার ব্যক্তির মধ্যে তিনজনকে মস্কোর একটি আদালতে চোখ বেঁধে হাজির করা হয়। আর চতুর্থজনকে আনা হয় হুইলচেয়ারে করে। তাদের সবার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের অভিযোগ।

আদালতে হাজির করা চারজন হলেন, দালের্দজন মিরজোয়েভ, সাইদআক্রামি মুরোদালি রাচাবালিজোদা, শামসিদিন ফারিদুনি ও মুহাম্মাদসোবির ফায়জভ।

যদিও মস্কোর ক্রোকাস সিটি হলে হামলার ঘটনায় দায় স্বীকার করে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস। এরপরও রাশিয়া বলছে এ ঘটনায় ইউক্রেনের সংশ্লিষ্টতা রয়েছে। তবে কিয়েভ এ অভিযোগকে হাস্যকর বলছে। 

এক ভিডিওতে দেখা যায়, রাজধানী মস্কোর বাসমানি ডিস্ট্রিক্ট আদালতে গ্রেফতার চার ব্যক্তির মধ্যে তিনজনকে চোখ বেঁধে হাজির করছে মুখোশ পরা পুলিশ। তিনজনকেই আহত অবস্থায় দেখা যায়। এ সময় মিরজোয়েভ ও রাচাবালিজোদার চোখে কালো দাগ ছিল। রাচাবালিজোদার কান ছিল ভারী ব্যান্ডেজে মোড়া। আর ফারিদুনির মুখ ছিল বেশ খানিকটা ফোলা এবং হুইলচেয়ারে করে আনা ফায়জভের একটি চোখ নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছিল।

গ্রেফতারকৃত চারজনের মধ্যে মিরজোয়েভ ও রাচাবালিজোদা অপরাধ স্বীকার করেছে। এদের মেধ্যে মিরজোয়েভ তাজিকিস্তানের নাগরিক।

বিষয়ঃ রাশিয়া

Share This Article


থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ চান ন্যান্সি পেলোসি

চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তুরস্কের

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েল সহায়তা বিল পাস

লোহিত সাগরে নৌকাডুবি, ৩৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে: অমিত শাহ

ইউক্রেনকে ৬২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য