বিশেষ অলিম্পিকে অংশ নিতে জার্মানিতে বাংলাদেশ দল

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০২, রবিবার, ১৮ জুন, ২০২৩, ৪ আষাঢ় ১৪৩০

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে এ বছরের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস। খেলাধুলার বিশেষ এই আসরে অংশ নিতে কর্মকর্তা ও খেলোয়াড়সহ বাংলাদেশের ১১৩ সদস্যের একটি বহর এরই মধ্যে বার্লিনে পৌঁছেছে।

ভলিবল, বউচি, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল আর সাঁতারে অংশ নেবে বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ ও নবীণ খেলোয়াড়রা। দেশের সুনাম অক্ষুন্ন রাখার প্রত্যয় এসব খেলোয়াড়দের চোখেমুখে। মর্যাদাপূর্ণ এই আসরে নানা ইভেন্টে পদক জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

বাংলাদেশ টিমের প্রধান কর্মকর্তা ও স্পেশাল অলিম্পিক বাংলাদেশের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘এই ধরনের বড়সড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান দখল কিংবা পদক জেতার চাইতে সবকিছু উজার করে দেশের জন্য জান-প্রাণ দিয়ে অংশগ্রহণ করাটাই বড় কথা।’ এজন্য সবার শুভকামনাও চান তিনি।

সপ্তাহব্যাপী বার্লিনের এই বিশ্ব আসরে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় ৭ হাজার বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। বিশেষ এই অলিম্পিকের উদ্বোধন করেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমাইয়ার ও চ্যান্সেলর ওলাফ শলজ।

Share This Article

অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে: প্রধানমন্ত্রী

‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন করাই বাংলাদেশের লক্ষ্য’

‘অফিস টাইমে যে হাসপাতালের বাইরে যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা’

সংসদের দ্বিতীয় অধিবেশন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ বেতার

অর্থ সাশ্রয় করে কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখার নির্দেশনা

বৃক্ষরোপণে ন্যাশনাল গাইডলাইন্স প্রণয়নের নির্দেশ পরিবেশমন্ত্রীর

ইইউর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

উপজেলা নির্বাচন: তৃণমূলে বিএনপির দুর্বলতা ও নিয়ন্ত্রণহীনতা প্রকাশ

১০ বছর পর সমাবর্তন করতে যাচ্ছে গণবিশ্ববিদ্যালয়

হজ ভিসা আবেদনের সময় বাড়ল ৭ মে পর্যন্ত