বুমরাহকে হটিয়ে শীর্ষে বোল্ট, কোহলির অবনতি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৫৬, বুধবার, ২০ জুলাই, ২০২২, ৫ শ্রাবণ ১৪২৯

জসপ্রিত বুমরাহর কাছে শীর্ষস্থান হারানোর এক সপ্তাহ পরেই ফের জায়গা বুঝে পেলেন ট্রেন্ট বোল্ট। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ জয় ও ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডের পর র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। 

সেখানে ফের ওয়ানডের শীর্ষ বোলার হলেন নিউজিরল্যান্ড পেসার। আর বাজে ফর্মে থাকা বিরাট কোহলির একধাপ অবনতি হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বল করে প্রায় দুই বছর পর শীর্ষে উঠেছিলেন বুমরাহ। তবে ইনজুরির কারণে তিনি শেষ ম্যাচ খেলতে পারেননি। এ কারণেই মূলত দ্বিতীয়স্থানে নেমে গেছেন ডানহাতি পেসার।

ভারতের অন্য তারকারা অবশ্য উন্নতি করেছেন। সিরিজে ৭ উইকেট পাওয়া স্পিনার যুজভেন্দ্র চাহাল ৪ ধাপ এগিয়ে বোলার র‌্যাংকিংয়ে ১৬তম হয়েছেন। আর ব্যাটে-বলে দারুণ করে হার্দিক পান্ডিয়া ১৩ ধাপ এগিয়ে অলরাউন্ডর র‌্যাংকিংয়ে আটে এসেছেন।

সদ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে এই ফরম্যাটকে বিদায় জানানো ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের অবনতি হয়েছে। তিনি ৪ ধাপ পিছিয়ে দশের বাইরে চলে গেছেন।

এদিকে ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডেতে ১২৫ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া ঋষভ পন্থ ২৫ ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ে ৫২তম হয়েছেন। পান্ডিয়া দারুণ ব্যাট করে ৮ ধাপ এগিয়ে ৪২তম হয়েছেন।

শীর্ষ দশ ব্যাটারদের মধ্যে তিন ধাপ উন্নতি হয়ে তিনের তিনে চলে এসেছেন প্রোটিয়া ব্যাটার রাসি ফন ডার ডাসেন। তার শতকে ভর করে দ. আফ্রিকা জয় পায়। ডাসেনের উন্নতিতে একধাপ অবনতিতে চারে নেমে গেছেন বিরাট কোহলি। দুই ধাপ নেমে ছয়ে কুইন্টন ডি কক।

ব্যাটিং তালিকায় শীর্ষ দুই জায়গা ধরে রেখেছে পাকিস্তানি ব্যাটাররা। অধিনায়ক বাবর আজম শীর্ষে, দুইয়ে ইমাম-উল-হক।

Share This Article

কোনো প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা: ইসি আলমগীর

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!