আইপিএলে খেলতে এসো না, ওয়ার্নারকে শেবাগ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৫, রবিবার, ৯ এপ্রিল, ২০২৩, ২৬ চৈত্র ১৪৩০

এবারের আইপিএল মৌসুমের শুরুটা একদমই ভালো হয়নি দিল্লি ক্যাপিটালসের। টানা তিনটি ম্যাচ হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। সর্বশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানে হারে তারা। ম্যাচে ৫৫ বলে ৬৫ রান করেছেন ওয়ার্নার। ২০০ রান তাড়ায় তার ধীরগতির এই ইনিংসে বেজায় চটেছেন দিল্লির সাবেক অধিনায়ক বীরেন্দর শেবাগ।

ক্রিকবাজকে শেবাগ বলেছেন, ‘আমার মনে হয়, সে (ওয়ার্নার) যাতে বুঝতে পারে সেজন্য ইংরেজিতে বলা উচিত, ‘‘ডেভিড, যদি তুমি শুনে থাকো, দয়া করে ভালো খেলো। ২৫ বলে ৫০ রান করো। জয়সওয়ালের (যশস্বী) কাছ থেকে শেখো, সে এটা (অর্ধশতক) ২৫ বলে করেছে। তুমি যদি করতে না পারো, আইপিএলে খেলতে এসো না।’’

শেবাগ আরও বলেছেন, ‘৫৫-৬০ রান করার চেয়ে ডেভিড ওয়ার্নার যদি ৩০ রানে আউট হলে বেশি ভালো হতো। তাহলে রোভম্যান পাওয়েল ও ঈশান পোড়েলের মতো ব্যাটসম্যানরা আরও আগে মাঠে আসতে পারে এবং কিছু একটা করতে পারত। তাদের (খেলার) জন্য কোনো বল অবশিষ্ট ছিল না অথচ তারা দলের হার্ড হিটার।’

শেবাগের মতো একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান রোহান গাভাস্কারও। তিনি ভাবতেই পারেননি ওয়ার্নারের মতো একজন, আইপিএলে যার ৬ হাজারের বেশি রান আছে তিনি রাজস্থানের বিপক্ষে এভাবে খেলবেন।

রোহান বলেছেন, ‘কেউ যদি ৮ বলে ৮ রান করে আউট হন তাহলে বলা যায়, তিনি হয়তো ছন্দ খুঁজে পাননি। কিন্তু আপনি দলের অধিনায়ক, আপনার অভিজ্ঞতা আছে। তার (ওয়ার্নার) দ্বারা এটা কেউ আশা করে না। অধিনায়ক না হলে দিল্লি ক্যাপিটালস তাকে রিটায়ার্ড হার্ট করত। তরুণ কোনো ভারতীয় খেলোয়াড় হলে তার টুর্নামেন্ট এখানেই শেষ হয়ে যেত।’

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!