নতুন উচ্চতায় সাকিব আল হাসান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৩, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নিজের অর্জনের মুকুটে একের পর এক পালক যুক্ত করেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার এখন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব, যা তাকে চূড়ায় পৌঁছে দিয়েছে। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট সাকিবের। তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১০৭ ম্যাচে ১৩৪), আফগানিস্তানের রশিদ খান (৮০ ম্যাচে ১২৯), নিউজিল্যান্ডের ইস সৌধি (৯১ ম্যাচে ১১৪) ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (৮৪ ম্যাচে ১০৭)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন মাত্র সাতজন বোলার। সাকিব ছাড়া এদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশের এই বাঁহাতি পেসার ৮৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে সাতে অবস্থান করছেন। ছয়ে থাকা পাকিস্তানের সাদাব খানের শিকার ৮৭ ম্যাচে ১০১ উইকেট।

আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১ ওভারে ৫ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। একই ভেন্যু বন্দরনগরী চট্টগ্রামে গতকাল দ্বিতীয় ম্যাচে বল হাতে ‘ভয়ংকর’ ছিলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তার প্রথম শিকার লরকান টাকার।

এর পর চতুর্থ ওভারে (নিজের দ্বিতীয়) রস আদির ও গ্যারেথ ডেলনিকে আউট করেন। ষষ্ঠ ওভারে (নিজের তৃতীয়) তার শিকার জর্জ ডকরেল ও হ্যারি টেক্টর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেটের স্বাদ পেলেন সাকিব।

তার সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (৫/২০)। এর আগে ব্যাট হাতে তিনে নেমে ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮* রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব।

অলরাউন্ড পারফরম্যান্স করায় ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০ বার (টেস্ট ৬, ওয়ানডে ২৫ ও টি-টোয়েন্টি ৯) ম্যাচসেরা হয়েছেন সাকিব।

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!