নতুন উচ্চতায় সাকিব আল হাসান

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:২৩, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নিজের অর্জনের মুকুটে একের পর এক পালক যুক্ত করেই চলেছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার এখন তিনি।

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল ৪ ওভারে ২২ রানে ৫ উইকেট নিয়েছেন সাকিব, যা তাকে চূড়ায় পৌঁছে দিয়েছে। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট সাকিবের। তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকিরা হলেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১০৭ ম্যাচে ১৩৪), আফগানিস্তানের রশিদ খান (৮০ ম্যাচে ১২৯), নিউজিল্যান্ডের ইস সৌধি (৯১ ম্যাচে ১১৪) ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা (৮৪ ম্যাচে ১০৭)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁয়েছেন মাত্র সাতজন বোলার। সাকিব ছাড়া এদের মধ্যে আছেন মোস্তাফিজুর রহমানও। বাংলাদেশের এই বাঁহাতি পেসার ৮৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে সাতে অবস্থান করছেন। ছয়ে থাকা পাকিস্তানের সাদাব খানের শিকার ৮৭ ম্যাচে ১০১ উইকেট।

আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১ ওভারে ৫ রান দিলেও কোনো উইকেট পাননি সাকিব। একই ভেন্যু বন্দরনগরী চট্টগ্রামে গতকাল দ্বিতীয় ম্যাচে বল হাতে ‘ভয়ংকর’ ছিলেন ৩৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে তার প্রথম শিকার লরকান টাকার।

এর পর চতুর্থ ওভারে (নিজের দ্বিতীয়) রস আদির ও গ্যারেথ ডেলনিকে আউট করেন। ষষ্ঠ ওভারে (নিজের তৃতীয়) তার শিকার জর্জ ডকরেল ও হ্যারি টেক্টর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ নিয়ে দ্বিতীয়বার ৫ উইকেটের স্বাদ পেলেন সাকিব।

তার সেরা বোলিং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (৫/২০)। এর আগে ব্যাট হাতে তিনে নেমে ২৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮* রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব।

অলরাউন্ড পারফরম্যান্স করায় ম্যাচসেরা নির্বাচিত হন বাংলাদেশের অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে সব মিলিয়ে ৪০ বার (টেস্ট ৬, ওয়ানডে ২৫ ও টি-টোয়েন্টি ৯) ম্যাচসেরা হয়েছেন সাকিব।

Share This Article

‘প্রার্থিতা নিয়ে মন্ত্রী-এমপিদের স্বজনরা দলীয় নির্দেশনা না মানলে ব্যবস্থা’

মার্কিন হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান-পাকিস্তানের

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

ইরানের সঙ্গে বাণিজ্য নিয়ে পাকিস্তানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

পাটশিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে : নানক

বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা

উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুর ইভানভ

রাশিয়ায় দুর্নীতির অভিযোগে উপপ্রতিরক্ষামন্ত্রীকে গ্রেপ্তার

ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণে বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

উত্তপ্ত মধুখালী, পুলিশের ওপর হামলা, সংঘর্ষে প্রাণ নাশ!

উত্তপ্ত মধুখালী: বহিরাগতদের আনাগোনা, পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে কারা?