শ্রীলঙ্কায় হচ্ছে না এশিয়া কাপ

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৮:৪১, সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩ শ্রাবণ ১৪২৯

শ্রীলঙ্কা থেকে সরেই যাচ্ছে এশিয়া কাপ। শুধু ঘোষণার অপেক্ষা। টুর্নামেন্টটি আয়োজনের ব্যাপারে লঙ্কান ক্রিকেট বোর্ড আশাবাদী ছিল। কিন্তু বোর্ড কর্মকর্তা মোহন ডি সিলভা হাল ছেড়ে দেওয়ার কথা বলেছেন।

বার্তা সংস্থা পিটিআই’কে তিনি জানিয়েছেন যে, শ্রীলঙ্কায় এশিয়া কাপ হচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি হওয়ার সম্ভাবনা বেশি।  

এশিয়া কাপের সম্ভাব্য আয়োজক হিসেবে বাংলাদেশের নাম শোনা গিয়েছিল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তা নাকচ করে দিয়েছেন, 'এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। দেশে আয়োজন করতে না পারলে যেখানে লাভ বেশি সেখানে তারা আয়োজন করবে। আমি এতটুকু বলতে পারি, বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।’

আর্থিক ও রাজনৈতিক সংকটে আছে শ্রীলঙ্কা। দেশটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে। পাকিস্তানের বিপক্ষে খেলছে। তবে এশিয়া কাপের ছয় দলকে এই চরম পরিস্থিতিতে সামলানোর আত্মবিশ্বাস পাচ্ছে না তারা।

এশিয়ার ক্রিকেট কাউন্সিলও (এসিসি) ঝুঁকি নিতে চায় না। ২৭ আগস্ট শুরু হয়ে ১১ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা এশিয়া কাপ। এবারের আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে বাছাইপর্ব থেকে আসবে একটি দল। টি২০ ফরম্যাটে হবে আসর।

Share This Article

পর্যাপ্ত বিনিয়োগ সংগ্রহ করতে না পারায় প্রথম স্ত্রী রুশ তরুণী 'ফরোস্টেনকো’কে ডিভোর্স দেন ইউনূস!

এবার পাবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা

ড. ইউনূস ও তার স্ত্রীর নামে আলিশান বাড়িসহ দেশে-বিদেশে বিপুল সম্পদের খোঁজ!

আগুনে ছুড়ে ফেলা রিজভীর শালটি ভারতের নয়, দেশীয় খাদি শাল

বিনা চিকিৎসায় মারা যান গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণগ্রহীতা সুফিয়া খাতুন

জিএম কাদেরকে শত কোটি টাকার লিগ্যাল নোটিশ

এপিএস পেলেন ডেপুটি স্পিকার ও মাশরাফী

‘যারা পণ্য বর্জনের ডাক দিয়েছেন, তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরেন’

ভারতীয় পণ্য বর্জন যে কারণে স্থায়ী হবে না!

সরকার পতন আন্দোলন থেকে সরে কর্মসূচি নিয়ে দ্বিধায় বিএনপি