১৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে আইরিশরা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ রাত ০৮:০৮, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

শুরুটা করে দেন সাকিব আল হাসান। আইরিশদের দারুণ শুরুতে অপেনিং জুটিতে আসে ৬০ রান। সেই জুটিতে আঘাত হানেন সাকিব। এরপর পেসার এবাদত ও তাসকিনের জোড়া আঘাত। আর এতেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে আইরিশরা।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার সান্ধানে শুরু করলেও পাওয়ার প্লের পর ১২তম ওভারে স্টেফেন দোহেনিকে মুশফিকুর রহিমের তালুবন্দি করেন সাকিব। এর পর ১৩তম ওভার বল করতে এসে আঘাত হানেন এবাদত। 

এবার তার শিকার মারকুটে ওপেনার পল স্টার্লিং। ১৫তম ওভারে বল করতে এসে আবারও আঘাত হানেন এই ডানহাতি পেসার। এবার প্যাভিলিয়নের রাস্তা দেখান হ্যারি টেক্টরকে। সতীর্থ এবাদতের এমন বোলিংয়ে নিজের নামের পাশেও উইকেট লেখান তাসকিন আহমেদ।

 আইরিশ অধিনায়ককে বোল্ড করে সাজঘরে ফেরান। আবারো ফিরে আরো এক ইউকেট তুলে নেন এই পেসার। এতেই ১৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে আইরিশরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সিলেটে আইরিশদের ৩৩৯ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। 

Share This Article