এবার গেইলের রেকর্ড ভাঙলেন বাবর

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৫১, শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪ চৈত্র ১৪২৯

পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম টি-টোয়েন্টিতে মাত্র ২৪৫ ইনিংসে ৯ হাজার রান সংগ্রহ করার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে রেকর্ড গড়েছেন। 

বৃহস্পতিবার লাহোরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয় বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। বাবর ৩৯ বলের ১০টি বাউন্ডারিতে সাহায্যে ৬৪ রানের ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে ১৮৩ রান করে পেশোয়ার। 

টার্গেট তাড়া করতে নেমে শোয়েব মাকসুদের ৪৮ বলের ৬০ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭১ রান করতে পারে ইসলামাবাদ। ১২ রানের জয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা করে নেয় পেশোয়ার।

আজ শুক্রবার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে বাবর আজমরা।  আজ জয় পেলে আগামীকাল মুলতান সুলতান্সের সঙ্গে ফাইনাল খেলতে পারবে পেশোয়ার। 

টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক : 
ক্রিস গেইল : ১৪৫৬২ রান 
শোয়েব মালিক :  ১২৫২৮ রান 
কাইরন পোলার্ড : ১২১৫৬ রান
অ্যারন ফিঞ্চ :  ১১৩৯২ রান
বিরাট কোহলি :  ১১৩২৬ রান

Share This Article