অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট কাটলো জিম্বাবুয়ে-নেদারল্যান্ডস

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩০, শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১ শ্রাবণ ১৪২৯

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দুটি দল হিসেবে জায়গা করে নিল জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। আগামী ১৬ অক্টোবর থেকে আসরটি মাঠে গড়াবে।

বিশ্বকাপ বাছাইপর্বের দুই সেমিফাইনাল জিতে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস ২০ ওভারের আসরে পা রাখলো। যেখানে ঘরের মাঠ বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারায় জিম্বাবুয়ে।

দ্বিতীয় সেমিফাইনালে বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭ উইকেটের জয় পায় নেদারল্যান্ডস।

এ নিয়ে ষষ্ঠবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলবে জিম্বাবুয়ে। আর পঞ্চমবারের মতো বিশ্বকাপের টিকিট পেল নেদারল্যান্ডস।

এর আগে টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নামিবিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও ওয়েস্ট ইন্ডিজের। মোট ১৬ দল প্রতিদ্বন্দ্বিতা করবে টি–টোয়েন্টি বিশ্বকাপে।

Share This Article