দুই বলে নেই দুই উইকেট, সাজঘরে বাটলার

  স্পোর্টস ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৪:৩১, বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২৪ ফাল্গুন ১৪২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাকিবের হাতে জীবন পেয়ে যেন পাগলা ঘোড়ার মতো ছুটছিলেন জস বাটলার। চট্টগ্রামের সাগরিকায় ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন। তবে তরুণ পেসার হাসান মাহমুদের বলে শেষ পর্যন্ত কাটা পড়তে হলো ইংলিশ অধিনায়ককে। আউট হওয়ার আগে ৪২ বলে ৬৭ রান করেন বাটলার।

তার আগে ১৬তম ওভারের শেষ বলে মুস্তাফিজের শিকার হয়ে ফেরত গিয়েছিলেন ১৩ বলে ২০ রান করা বেন ডাকেট। এরপর ১৭তম ওভারের প্রথম বলেই হাসানের শিকার হন বাটলার। পরপর দুই বলে দুই উইকেট হারায় এই ফরম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু পায় সফরকারীরা। ভয়ঙ্কর হয়ে উঠছিল বাটলার-সল্টের উদ্বোধনী জুটি। বাংলাদেশের ক্যাচ মিসের আক্ষেপের দিনে ব্যাট হাতে সাগরিকা পাড়ে রীতিমতো ঝড় তোলার আভাস দিচ্ছিলেন তারা। তবে নাসুমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরতে হলো ফিল সল্টকে। দলীয় ৮০ রানের মাথায় ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি।

নাসুমের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে ঠিক মতো খেলতে পারেননি সল্ট। ব্যাটের নিচের কানায় লেগে আসার পর গ্লাভসে জমান লিটন। ভাঙে ৬০ বল স্থায়ী ৮০ রানের জুটি। অবশ্য আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন সল্ট। তিনি নিশ্চিত ছিলেন বল স্পর্শ করেনি ব্যাট। তবে আল্ট্রাএজে দেখা যায়, মৃদু স্পর্শ ছিল। ৩৫ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৮ রান করেন ডানহাতি ওপেনার।

ফিল্টকে ফেরানোর পর ক্রিজে নামা ডেভিড মালানকে থিতু হতে দিলেন না সাকিব। ছক্কা মারতে গিয়ে লংঅনে ধরা পড়লেন বাঁহাতি এই ব্যাটার। বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে চমৎকার ক্যাচ নেন শান্ত। ৭ বলে মালান করেন ৪ রান।

পরপর উইকেট হারালেও রানের গতি থামেনি সফরকারীদের। নাসুমের বলে জীবন পাওয়া বাটলার ছুটছিলেন যেন। এরই মধ্যে ৪ চার ও সমান ছক্কার মারে ৪১ বলে ৬৭ রান করেছেন ইংলিশ কাপ্তান। তবে শেষ পর্যন্ত তাকেও ফেরত পাঠালেন হাসান মাহমুদ। আবারও চমৎকার ক্যাচ তালুবন্দি করেছেন বাউন্ডারি লাইনে থাকা শান্ত।

বাটলারের বিদায়ের পর ইংলিশদের রানের চাকা কিছুটা মন্থর হয়েছে। একটি করে উইকেট পেয়েছেন সাকিব, নাসুম, হাসান ও মুস্তাফিজ।

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!