রনি-হৃদয়দের কাজটা সহজ করে দিলেন হাথুরুসিংহে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩১, বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২৩ ফাল্গুন ১৪২৯

ঘরোয়া ক্রিকেটে সবসময়ই ধারাবাহিক রনি তালুকদার। জাতীয় দলে তার ফেরার রাস্তা তৈরি করে দিয়েছে এবারের বিপিএল। রংপুর রাইডার্সের হয়ে বেশ কয়েকটি ইনিংস ছিল নজরকাড়া। সুবাদে এসেছে নতুন সুযোগ। ৮ বছর পর প্রত্যাবর্তনে কোচ হিসেবে তিনি পাচ্ছেন চণ্ডিকা হাথুরুসিংহেকেই।

 

পাশাপাশি বিপিএল মাতিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন তৌহিদ হৃদয়, তানভির ইসলাম। সিরিজ শুরুর আগে তাদের প্রতি কোচের বার্তা, ঘরোয়া ক্রিকেটের মতো করেই খেলার।

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। পাঠানো হয় হেড কোচকে।

হাথুরুসিংহে এসে বললেন, ‘ম্যাচ পরিস্থিতিতে কেমন করে সেটি দেখতে মুখিয়ে আছি। নেটে তাদেরকে যেমনটা দেখেছি তাতে মুগ্ধ। রনিকে অনেক আগেই দেখেছি। সাউথ আফ্রিকার বিপক্ষে তার খেলা ম্যাচটা স্মরণও করতে পারছি। তারপর আর মনে করতে পারছি না, সে কী ইনজুরিতে পড়েছিল নাকি অন্যরা ভালো করছিল!’

‘সত্যি বলতে দেখতে মুখিয়ে আছি তারা কেমন করে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই তারা এখানে এসেছে। মনে করি তারা শুধু একটা সুযোগই পাবে না, তারা অনেকগুলো সুযোগ পাবে নিজেদের প্রমাণ করতে। তাদের জন্য আজ আমার বার্তাটা হল, সহজাতভাবে তারা যেটি পারে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যেন সেটিই করে।’

২০১৫ সালে একটি টি-টুয়েন্টি খেলেছিলেন রনি। লোয়ার অর্ডারে ব্যাট করে রানও করেছিলেন। অজানা কারণে ওই ম্যাচের পর তার আর ডাক আসেনি জাতীয় দলে।

Share This Article