তাসকিন আমাদের ‍মুগ্ধ করেছে: মার্ক উড

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:০৫, রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২০ ফাল্গুন ১৪২৯

মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইংলিশ ব্যাটারদের কাছে পাত্তা পায়নি তামিমের দল। তবে ওই দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ইংলিশ পেসার মার্ক উড ও তার সতীর্থদের।

 

প্রথম ম্যাচে তাসকিনের বোলিংয়ের লেন্থ দেখেই ইংলিশ পেসাররা দ্বিতীয় ম্যাচে কোথায় বল ফেলতে হবে ওই ধারণা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন ইংল্যান্ডের গতিময় পেসার উড, ‘(তাসকিনে) খুবই মুগ্ধ । শুধু আমি নই, দলের সকলেই তার বোলিংয়ে মুগ্ধ। সকলেই তার বোলিংকে খুবই ভালো বলেছেন।’

গতি, লেন্থ বিষয়ে উড বলেন, ‘তিনি (তাসকিন) জোরে বোলিং করেন এবং ঠিকঠাক লেন্থে বল ফেলেন। আমার মনে হয়, প্রথম ম্যাচে তার বোলিং দেখেই আমরা লেন্থ সম্পর্কে ধারণা পেয়েছি। তিনি আমাদের পেসারদের দেখিয়ে দিয়েছেন, আসলে কোথায় বল ফেলতে হবে। তার থেকে আমি, জোফরা এবং ওকস বোলিংয়ে ধারণা পেয়েছি।’

তাসকিন প্রথম ম্যাচে মাত্র একটি উইকেট নিয়েছিলেন। তবে ওই ম্যাচে বল হাতে ৯ ওভারে দিয়েছিলেন মাত্র ২৬ রান। দ্বিতীয় ম্যাচে তিনি নেন তিন উইকেট। উড সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তাসকিন খুব চাপে রেখেছিলেন ইংল্যান্ড ব্যাটারদের, ‘তিনি আমাদের চাপে রেখেছিলেন। তাকে নিয়ে আমাদের ব্যাটাররা বলেছেন যে, তাসকিন খুব ভালো করছেন। যদিও খুব বেশি উইকেট পাননি, তবে খুবই ভালো বোলিং করেছেন তিনি।’

বাটলার, রয়ের মতো বাংলাদেশের কন্ডিশনে সিরিজ জয়কে বড় করে দেখছেন মার্ক উডও। তার মতে, বিশ্বকাপের আগে একইরকম কন্ডিশনে সিরিজ জয় বড় ব্যাপার। এছাড়া চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডের উইকেট নিয়েও কথা বলেছেন তিনি। বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গে সুর মিলিয়ে জানিয়েছেন, মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেট কিছুটা শক্ত। পেসাররা বেশি সুবিধা পেতে পারেন।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ নিয়ে উড বলেছেন, ‘উইকেট কেমন আচরণ করে তা বুঝতে অপেক্ষা করতে হবে। পাশ দিয়ে হেঁটে গিয়ে মনে হয়েছে, কিছুটা শক্ত উইকেট। মিরপুরের উইকেট একটু নরম ধরনের ছিল। সুতরাং পেসারদের জন্য কিছুটা সুবিধা থাকতে পারে। আবার ভারতের মতে টার্নিং উইকেট হলেও আমরা মানিয়ে নিতে পারবো।’

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!