তাসকিন ভাঙলেন ওপেনিং জুটি

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ১০:৪২, শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১৮ ফাল্গুন ১৪২৯

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ৮ ওভারে ৩০/১

 

ফিল সল্টকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানালেন তাসকিন আহমেদ। ২৫ রানে পড়লো ইংল্যান্ডের প্রথম উইকেট। সফট সিগন্যালে আউট দিলেও নিচু ক্যাচ হওয়ায় অনফিল্ড আম্পায়াররা শঙ্কা প্রকাশ করেন। তবে রিভিউয়ে দেখা যায় ক্যাচটা ঠিকঠাক ধরেছেন শান্ত। ১৫ বলে ৭ রানে থামেন ইংলিশ ওপেনার। প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান ডেভিড মালান তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন। তার সঙ্গী আরেক ওপেনার জেসন রয়।


৪০০তম আন্তর্জাতিক ম্যাচে সাকিব


নিজের ৪০০তম আন্তর্জাতিক ম্যাচে সাকিব আল হাসান বল হাতে ইনিংস শুরু করেন। এই অফস্পিনারের পঞ্চম বলে ফিল সল্ট চার মারেন। এটি বাংলাদেশি অলরাউন্ডারের ২২৬তম ওয়ানডে। টেস্ট খেলেছেন ৬৫টি এবং টি-টোয়েন্টি ১০৯টি।

নিজের প্রথম ওভারে সাকিব দেন ৫ রান। ক্রিজে সল্টের সঙ্গে আছেন জেসন রয়।

প্রথম ওয়ানডের একাদশ নিয়েই মাঠে বাংলাদেশ

বাংলাদেশ প্রথম ওয়ানডের একাদশ নিয়েই মাঠে নামছে। শুক্রবার দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় তারা। একই একাদশ নিয়ে নামার ব্যাখ্যায় স্বাগতিক অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘কী করা প্রয়োজন, সেটা নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয়েছে। এখন বাস্তবায়নের পালা।’ ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন এসেছে। ক্রিস ওকস ও জোফরা আর্চারের জায়গায় স্যাম কারান ও সাকিব মাহমুদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (উইকেটকিপার), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের ডেভিড মালানের অপরাজিত সেঞ্চুরিতে প্রথম ওয়ানডে হেরে যায় বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে তারা। সিরিজ বাঁচাতে হলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচ জিততেই হবে তাদের। এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। মিরপুরে এটি বাংলাদেশের শততম ওয়ানডে।

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

৭ বছর আগে একই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে হেরে দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফিরেছিল। এবারও তারা একই পরিস্থিতির মুখোমুখি। সেটি করতে পারলে ঘরের মাঠে রাজত্ব করে চলা বাংলাদেশ সিরিজ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখার পথে এগিয়ে যাবে।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস।

অবশ্য বিশ্বকাপ জয়ী ইংলিশ দল প্রথম ওয়ানডেতে যেভাবে খেলেছে, তাতে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে অপরাজিত থাকার রেকর্ড এখন হুমকির মুখে। এমন অবস্থায় দ্বিতীয় ম্যাচ জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে।

বাংলাদেশ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর আর কোনও সিরিজ হারেনি। এবার কি পারবে সেই ধারা অব্যাহত রাখতে? শুক্রবার জিতলে সুযোগ থাকবে তৃতীয় ম্যাচটি জিতে ঘরের মাঠে টানা আট সিরিজ জয়ের কীর্তি গড়ার। 

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!