অলআউট ভারত, অজিরা পেল ৭৬ রানের লক্ষ্য

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:২৭, বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১৭ ফাল্গুন ১৪২৯

ইন্দোরে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের দুই ইনিংসেই ধসে গেছে ভারত। প্রথম ইনিংসে ১০৯ রানে অলআউট হয়েছিল রোহিত শর্মার দল। জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস থেকে তুলেছিল ১৯৭ রান।

 

অজিরা প্রথম ইনিংস থেকে নিয়েছিল ৮৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ভারত ১৬৩ রানে অলআউট হয়েছে। লিড শোধ করে প্রথম দুই টেস্টে পরাজিত হওয়া অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য দিয়েছে। তৃতীয় দিন জয়ের লক্ষ্যে নামবে সফরকারীরা।

ইন্দোরে প্রথম ইনিংসে ভারতকে ধসিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার কুনিম্যান ও ডানহাতি অফ স্পিনার নাথান লায়ন। কুনিম্যান নিয়েছিলেন পাঁচ উইকেট, লায়ন দখল করেছিলেন তিন উইকেট।

ভারতের হয়ে ওই ইনিংসে ত্রিশ রানের বৃত্ত ভাঙতে পারেননি কেউ। বিরাট কোহলি সর্বোচ্চ ২২, শুভমন গিল ২১ এবং শ্রীকর ভারত ও উমেশ যাদব ১৭ করে রান করেছিলেন।

জবাবে অজিদের হয়ে উসমান খাজা ৬০ রানের ইনিংস খেলেন। মার্নাস লাবুশানে ৩১, স্টিভ স্মিথ ২৬ এবং ক্যামেরুন গ্রিন ২১ করে ফিরে যান। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা চারটি এবং অশ্বিন ও উমেশ তিনটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে একা লড়েছেন চেতেশ্বর পূজারা। তিনি ১৪২ বল খেলে ৫৯ রান করেন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হন। এছাড়া শ্রেয়াস আয়ার ২৬, অশ্বিন ১৬, অক্ষর প্যাটেল ১৫ রান করেন। দ্বিতীয় ইনিংসে নাথান লায়ন ৮ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছে।

বিষয়ঃ ভারত

Share This Article


৩টা জিতেছি, ৩টা হেরেছি, খুব একটা খারাপ নয়: সাকিব

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু আজ

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তির দাবি শেহজাদের 

বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু হচ্ছে আজ

উগান্ডাকে লজ্জায় ডুবিয়ে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

চ্যাম্পিয়নদের বিদায়ের ঝুঁকিতে ফেলে দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

কপাল পুড়ল ইংল্যান্ডের

আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের যেমন একাদশ চান গাভাস্কার

বিশ্ব আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ জানালেন মাহমুদউল্লাহ

পাকিস্তানের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন শহিদ আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপের যত রেকর্ড

পাকিস্তান দলের অবস্থা দেখে খেপলেন রমিজ রাজা!