সিরিজের মাঝপথে ভারত ছাড়লেন কামিন্স

ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসা অস্ট্রেলিয়াকে খুবই অসহায় মনে হচ্ছে। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টেই দুই আড়াই দিনে হেরেছে অজিরা। ভারত থেকে ট্রফিটি নিয়ে যেতে পারছে না অস্ট্রেলিয়া - সেটি নিশ্চিত হয়েছে গেছে রোববারই। ইনজুরির কারণে সিরিজে খেলতে পারছেন না বেশ কজন অজি তারকা। এবার সিরিজের মাঝপথে অধিনায়ক প্যাট কামিন্সকে ছাড়তে হচ্ছে ভারত।
পরিবারের ঘনিষ্ঠ স্বজন অসুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হচ্ছে এই পেসারকে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সপ্তাহের পর কামিন্স ভারতে ফিরে আসবেন। তৃতীয় টেস্টের আগে ইন্দোরে দলের সঙ্গে যোগ দেবেন। পরিবারের অসুস্থ ব্যক্তির নাম অবশ্য প্রকাশ করা হয়নি।
ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, কোনো কারণে এই সময়ের মধ্যে যদি কামিন্স ফিরতে না পারেন তাহলে দলকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।
উল্লেখ্য, নাগপুরে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে হেরেছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় ইনিংসে হেরেছে ৬ উইকেটে। এই দুই জয়ের ফলে চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতায় বোর্ডার-গাভাস্কার ট্রফিটা ভারতের কাছে আছে। অস্ট্রেলিয়ার সামনে আর কোনো সুযোগ নেই চলমান সিরিজটি জেতার। তাই বোর্ডার-গাভাস্কার ট্রফিটি থাকছে ভারতের কাছেই।