ফালুকে নিয়ে বিএনপিতে নতুন করে আলোচনা

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ বিকাল ০৫:৩৪, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বিভিন্ন দাবিতে দীর্ঘ সময় লাগাতার আন্দোলনে সফল হতে পারেনি বিএনপি। তাই নির্বাচন পরবর্তী দলগোছানোসহ নেতাকর্মীদের চাঙা রেখে আন্দোলন-কর্মসূচি কীভাবে বেগবান করা যায় তা নিয়েই ফালুর সঙ্গে আলোচনা করেছেন মির্জা ফখরুল।

মোসাদ্দেক আলী ফালু। বিএনপির দুর্দান্ত প্রতাপশালী এই নেতা ছিলেন খালেদা জিয়ার সবচেয়ে বিশ্বস্ত। এ কারণে বডিগার্ড থেকেই রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছিলেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দলের চেয়ারপারসনের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তিনি। কিন্তু হাওয়া ভবনের দৌরাত্ম্যে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন এই নেতা। তারেকের সঙ্গেও দেয় প্রকাশ্য বিরোধ।

এরপর ধীরে ধীরে মূলধারার রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। একই সঙ্গে দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় সাজা এড়াতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ফালু। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তার এক রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এতেই আবার তাকে নিয়ে নতুন করে আলোচনা জন্ম দিয়েছে বিএনপিতে।

মির্জা ফখরুল এমন সময় ফালুর সঙ্গে দেখা করেছেন, যখন বিএনপিতে বিভিন্ন ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা বিরাজ করছে। হঠাৎ এমন বৈঠকে ফালুর অনুসারীরা তার উত্থান চাচ্ছেন। এছাড়া খালেদাপন্থীরাও ফের চাঙা হয়ে উঠেছেন। কেননা বিএনপি চেয়ারপারসনের খুব আস্থাভাজন ছিলেন এই ফালু। এজন্যই তারেক রহমানের রোষানলে পড়েন তিনি।

কেউ কেউ মনে করছেন, ফালুর সঙ্গে তারেক রহমানের সম্পদের ভাগ বাঁটোয়ারা নিয়ে একটা টানাপোড়েন মেটাতে এই বৈঠক চলছে। কারণ খালেদা জিয়ার সমস্ত সম্পদ দেখভাল করেন ফালু। কিন্তু তারেক জিয়া এসব সম্পত্তির মালিকানা বুঝে নিতে চান। এ কারণে গত কিছুদিন ধরে এই নেতার ওপর চাপ সৃষ্টি করছেন তিনি। তবে বৈঠকটি এত হালকা বিষয় নিয়ে হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা।

শীর্ষ নেতারা বলেন, বিভিন্ন দাবিতে দীর্ঘ সময় লাগাতার আন্দোলনে সফল হতে পারেনি বিএনপি। তাই নির্বাচন পরবর্তী দলগোছানোসহ নেতাকর্মীদের চাঙা রেখে আন্দোলন-কর্মসূচি কীভাবে বেগবান করা যায় তা নিয়েই ফালুর সঙ্গে আলোচনা করেছেন মির্জা ফখরুল। এছাড়া দলে যে দূরত্ব তৈরি হয়েছে তার নিরসনে কথা হয়েছে বলেও জানান তারা।

বিষয়ঃ বিএনপি

Share This Article

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ : কাদের

রাইসির মর্মান্তিক মৃত্যুতে মর্মাহত মোদি, শোক পালন করবে পাকিস্তান

রাইসির মৃত্যুতে বদলে যাবে মধ্যপ্রাচ্যের রাজনীতি?

ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া

সৌদি পৌঁছেছেন ৩০ হাজার ৮১০ হজযাত্রী

ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হচ্ছেন মোহাম্মদ মোখবার

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা

টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত, ঘটনাস্থলের খোঁজ মিলেছে

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

সব ধরনের জঙ্গি-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে’

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!


জেনারেল জিয়া কেন শেখ হাসিনাকে দেশে ঢুকতে দিয়েছিলেন

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!

ডোনাল্ড লু'তে ভুল ভাঙলো বিএনপির!

সমমনাদের প্রতি বিএনপির আকস্মিক গুরুত্বের উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা!

ব্যাংক খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচার!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

দল পুনর্গঠনে সরকার বিরোধিতার নতুন কৌশলে জাতীয় পার্টি!

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

বিএনপির আন্দোলন: ভারত বিরোধিতাই মুখ্য হয়ে উঠছে!

বিএনপি নেতারা ক্লান্ত: জানালেন গয়েশ্বর

বিবিসি প্রতিবেদন: তৃণমূলের উপর বিএনপির শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে!