উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কি সন্তোষজনক?

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ দুপুর ০২:৩৯, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • শঙ্কা কাটিয়ে প্রথম ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত
  • নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ সমমনারা
  • নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ
  • ভোটার উপস্থিতিকে সন্তোষজনক বলছেন বিশ্লেষকরা

সারা দেশে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। তবে ভোটের আগেই প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনা কয়েকটি দল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এমন কি লিফলেট বিতরণ করে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। 

বিএনপির এমন অবস্থানের কারণে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে শঙ্কা তৈরি হয়। এমন শঙ্কার মধ্য দিয়েই ৮ মে প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রথম দফা উপজেলা নির্বাচনে কোথাও ৩০ আবার কোথায় ৪০ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। 

তবে প্রথম ধাপের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৮ মে  রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

বিশ্লেষকরা বলছেন, অনেকের আশঙ্কা ছিল উপজেলা নির্বাচন খুনোখুনি, মারামারি, রক্তারক্তি অবস্থায় সমাপ্ত হবে। বাস্তবতা হচ্ছে প্রথম ধাপে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। বিএনপি ও সমমনা দল নির্বাচন বয়কট করার পরেও ৩০ থেকে ৪০ শতাংশ ভোটারের উপস্থিতি সন্তোষজনকই বলা যায়। 

কেন না আগের উপজেলা নির্বাচনগুলোতে বিএনপিসহ বিরোধীরা নির্বাচনে অংশ নিলেও ৪২ শতাংশের বেশি ভোট পড়েনি। সেই তুলনায় বিএনপি ও অন্য বিরোধীদের ছাড়াই প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে যা সন্তোষজনকই বটে।

বিষয়ঃ ভোট

Share This Article

কৃত্রিম বুদ্ধিমত্তার বিরূপ প্রভাব ঠেকাতে আসছে আইন : প্রতিমন্ত্রী

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

সব ধরনের জঙ্গি-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে: আইজিপি

ইসরায়েলে অস্ত্র বহনকারী জাহাজকে নোঙর করতে দেয়নি স্পেন

জয় আমার হাতে চুমু দিয়েছে, সিনিয়র না হলে থাপড়াতাম: মিষ্টি

‘সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে’

‘ফিরে এসেছিলাম বলেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পেরেছি’

বিএনপি পাকিস্তানের দোসর হয়ে জনগণকে শোষণ করত: আইনমন্ত্রী

সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো, তিনে মেসি

ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!


ডোনাল্ড লু'র যে বক্তব্যে কপালে চোখ সরকারবিরোধীদের!

ডোনাল্ড লু'তে ভুল ভাঙলো বিএনপির!

সমমনাদের প্রতি বিএনপির আকস্মিক গুরুত্বের উদ্দেশ্য খুঁজছে যুগপৎসঙ্গীরা!

ব্যাংক খাত নিয়ে পরিকল্পিত অপপ্রচার!

বিএনপির মহাসচিব নিয়োগে তারেকের সাথে তৃণমূলের মতবিরোধ!

যত মার্কিন কর্মকর্তাই আসুন বিএনপির আশাবাদী হওয়ার ন্যূনতম কারণ নেই!

দল পুনর্গঠনে সরকার বিরোধিতার নতুন কৌশলে জাতীয় পার্টি!

উপজেলা নির্বাচন : বিএনপির ৭ জনের জয়ে বেকায়দায় স্থানীয় দায়িত্বশীলরা!

বিএনপির আন্দোলন: ভারত বিরোধিতাই মুখ্য হয়ে উঠছে!

বিএনপি নেতারা ক্লান্ত: জানালেন গয়েশ্বর

বিবিসি প্রতিবেদন: তৃণমূলের উপর বিএনপির শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠছে!

কেন গরমে নয় আন্দোলন: জানালেন মান্না