টানা ১৬ দিন পর তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামলো ঈশ্বরদীতে

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৪, শনিবার, ৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মাঝারি তাপমাত্রা বিরাজমান রয়েছে। এর মধ্যে ৩০ এপ্রিল ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়।

পাবনার ঈশ্বরদীতে টানা ১৬ দিন পর তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ১৬ দিন তাপমাত্রা ৪০ থেকে ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এই ১৬ দিন ঈশ্বরদীতে তীব্র ও অতি তীব্র তাপমাত্রা বিরাজমান ছিল।

শুক্রবার (৩ মে) বিকেলে ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে আজ ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এখন মাঝারি তাপমাত্রা বিরাজমান রয়েছে। এর মধ্যে ৩০ এপ্রিল ঈশ্বরদীতে এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ২ ডিগ্রি রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, ১৩ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মাঝারি তাপপ্রবাহ বিরাজমান ছিল। ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত তীব্র ও অতি তীব্র তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এরমধ্যে ১৭ এপ্রিল ৪০.৫ ডিগ্রি, ১৮ এপ্রিল ৪০ ডিগ্রি, ১৯ এপ্রিল ৪১ ডিগ্রি, ২০ এপ্রিল ৪১.৬ ডিগ্রি, ২১ এপ্রিল ৪২ ডিগ্রি, ২২ এপ্রিল ৪০.৫ ডিগ্রি, ২৩ এপ্রিল ৪০.৩ ডিগ্রি, ২৪ এপ্রিল ৪১.২ ডিগ্রি, ২৫ এপ্রিল ৪১.৫ ডিগ্রি, ২৬ এপ্রিল ৪২.৪ ডিগ্রি, ২৭ এপ্রিল ৪১.৫ ডিগ্রি, ২৮ এপ্রিল ৪১.৩ ডিগ্রি, ২৯ এপ্রিল ৪২.৫ ডিগ্রি, ৩০ এপ্রিল ৪৩.২ ডিগ্রি, ১ মে ৪২ ডিগ্রি ও ২ মে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল জানান, ঈশ্বরদীতে বেশ কয়েকদিন ধরে তীব্র ও অতি তীব্র তাপমাত্রা বিরাজমান ছিল। শুক্রবার তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

বিষয়ঃ বাংলাদেশ

Share This Article


রাজশাহীর কোন আম কবে পাওয়া যাবে

যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা, ৯ জনের মৃত্যুদণ্ড

পা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৪

জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়

সীমান্ত থেকে ৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার

চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ১৯৮ বিমানযাত্রী

মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ

কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

ফুলবাড়ীতে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩

উপজেলা চেয়ারম্যান প্রার্থীসহ ১১ জন বিপুল পরিমাণ টাকা নিয়ে আটক, থানা ঘেরাও

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল বন্ধ