বার্মিংহামে আজ পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের

  নিউজ ডেস্ক
  প্রকাশিতঃ সকাল ০৯:৪৭, বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২, ১৩ শ্রাবণ ১৪২৯

কমনওয়েলথ গেমসআনন্দ উৎসবে মেতে উঠবে আলেকজান্ডার স্টেডিয়াম। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় তিন ঘণ্টার অনুষ্ঠানকে মনোমুগ্ধকর করার জন্য আয়োজনের কোনো ত্রুটি রাখেনি আয়োজকরা।

 

‘সবার জন্য খেলা’ মূলমন্ত্রে এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ইংল্যান্ড তথা যুক্তরাজ্যের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। গেমসের রীতি অনুযায়ী রানি এলিজাবেথের উদ্বোধন করার কথা থাকলেও তিনি আসছেন না। রানির পরিবর্তে প্রিন্স চার্লস বার্মিংহাম গেমসের উদ্বোধন করার জন্য থাকছেন।

৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো-সুইমিং, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ, ভলিবল, বক্সিং, টি ২০ ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিক্স, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।

১৯৩০ সালে ‘মানবতা-সমতা-লক্ষ্য’ মন্ত্র নিয়ে শুরু হয়েছিল ব্রিটিশ-এশিয়ার গেমস, ১৯৫৪ সালে ব্রিটিশ-এশিয়ার ও কমনওয়েলথ গেমস নামকরণ হয় গেমসটির। ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নামে আবার নামকরণ হয়। ১৯৭৮ সালে স্থায়ী নামকরণ হয় কমনওয়েলথ গেমস।

১৯৩০ সালে হ্যামিলটনে শুরু হওয়া এই গেমসে এরই মধ্যে আভিজাত্যের লেবাস লেগেছে। ওই বছরই শুরু হয়েছিল বিশ্বকাপ ফুটবল। কালের পরিক্রমায় গেমসের ২১তম আসরের সফল সমাপ্তি হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালে দুবার আলোর মুখ দেখেনি এই গেমস।

তৃতীয়বারের মতো ইংল্যান্ডে বসছে কমনওয়েলথ গেমসের আসর। ১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যানচেস্টারের পর ইংল্যান্ডের বার্মিংহামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই গেমস। তবে যুক্তরাজ্যে এ নিয়ে সপ্তমবারের মতো বসছে কমনওয়েলথ গেমসের আসর।

কমনওয়েলথ গেমস আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক। শুধু খেলাধুলা নয়, মানবতার জয়গান গাওয়া হচ্ছে কমনওয়েলথ পরিবারে।

গেমসের সফল আয়োজনে বর্ণিল সাজে সেজেছে বার্মিংহাম নগরী। যেন শিল্পীর তুলিতে আঁকা। কোথাও কোনো খুঁত রাখা হয়নি। গ্রীষ্মকালীন ছুটি চলছে এখানে। স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্বাভাবিকভাবেই নগরীতে ব্যস্ততা নেই।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স চার্লসের হাতে ঐতিহ্যবাহী কুইন্সব্যাটন তুলে দেওয়া হবে। গত বছর বার্মিংহাম প্যালেস থেকে বের হয়ে ব্যাটনটি ৭০টি দেশ ঘুরেছে। ৬৫০ সেন্টিমিটার ব্যাটনের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। স্বর্ণ ও ম্যাগনেসিয়াম ধাতুর সংমিশ্রণে নির্মিত ব্যাটন কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে ঐক্য ও সংস্কৃতির প্রতীক। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের মাসকটের নাম পেরি। এটি একটি অ্যাথলেটিক বিল্ডসহ একটি বহু রঙের ষাঁড়। প্রকৃতপক্ষে পেরির নামকরণ করা হয়েছে পেরিবার বার্মিংহামের সেই এলাকার নামে যেখানে রূপান্তরিত আলেকজান্ডার স্টেডিয়ামে হবে গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে ভিন্নমাত্রা দেওয়ার সব আয়োজন সম্পন্ন। বিশ্বকে জানাতে কমনওয়েলথের নাগরিকরা একসূত্রে গাঁথা রয়েছেন।

ইকবাল খানের পরিচালনায় বার্মিংহামের ঐতিহ্যবাহী ব্র্যান্ড ‘ডুরান ডুরান’ সংগীত পরিবেশন করবে। প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে কী কী থাকছে তা গোপন রেখেছেন আয়োজকরা।

‘সবার জন্য খেলা’ মূলমন্ত্র নিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। গ্র্যান্ড ইউনিয়ন নদীবেষ্টিত এই নগরীতে আগামী ১১ দিন উৎসবের জোয়ারে মাতোয়ারা থাকবেন সবাই। আর টেলিভিশনের কল্যাণে মোহনীয় অনুষ্ঠানে মাতবে সারা বিশ্ব-এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

Share This Article

আমন্ত্রিত সাংবাদিকদের পিটিয়ে বিএনপি বিএনপির গণতন্ত্র চর্চা!

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনবে জনগণ: কামরুল ইসলাম

প্রথম আলো’র অসত্য সংবাদ পরিবেশন : এডিটরস গিল্ড ও ঢাবি শিক্ষক সমিতির তীব্র নিন্দা

৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি পাকিস্তানে

শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শামসুজ্জামান : পররাষ্ট্র মন্ত্রণালয়

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

‘শহরের ভেতরে নৌপথ যোগাযোগ উপযোগী হলে সড়কে যানজট কমবে’

নেদারল্যান্ডসের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ

সোনার দাম ফের বাড়ল, ভরি লাখ ছুঁই ছুঁই

বাংলাদেশ মাছ-মাংসে স্বয়ংসম্পূর্ণ: প্রাণিসম্পদমন্ত্রী

শিশুর হাতে ১০ টাকা দিয়ে নিজের মতো খবর সাজিয়েছেন প্রথম আলোর সাংবাদিক

রাজনীতিতে উল্টো হাওয়া, বিএনপি এখন ভারতমুখী !

শওকত মাহমুদের পথে আছেন বিএনপির আরও অনেক রাঘববোয়াল!

প্রবাসে ভিপি নুরের জমজমাট ‘পদ বাণিজ্য’ ও ফান্ড কালেকশন!

বিএনপির ভোট বর্জনের তিক্ত ইতিহাস : দ্বাদশ নির্বাচন আদৌ বর্জন করবে কি দলটি?

গুরুত্ব বেড়েছে বাংলাদেশের, নির্বাচনেও পাশে থাকতে চায় ৩ 'সুপার পাওয়ার' দেশ

ভারতের পাতানো ফাঁদে বিএনপি!

ভারত ইস্যুতে বিভক্ত বিএনপির নীতি নির্ধারকরা

যে কোন পদক্ষেপ নিতে নির্ভীক শেখ হাসিনা ক্ষমতায় আসবেন চতুর্থ মেয়াদে : ব্লুমবার্গ

প্রথম আলোর 'মিস ইনফরমেশন':ভুল স্বীকার যথেষ্ট কি?